Reliance Jio down: দেশজুড়ে জিও নেটওয়ার্কে সমস্যা, ব্যহত ইন্টারনেট পরিষেবা, বিপাকে গ্রাহকরা...
ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, সমস্যা শুরুর সময়ই প্রায় ৫৪ শতাংশ মানুষ অভিযোগের সুর চড়া করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে মিম। সকলেই প্রশ্ন, কখন মিটবে সমস্যা? তবে এখনও পর্যন্ত মুখ খোলেনি কর্তৃপক্ষ।
![Reliance Jio down: দেশজুড়ে জিও নেটওয়ার্কে সমস্যা, ব্যহত ইন্টারনেট পরিষেবা, বিপাকে গ্রাহকরা... Reliance Jio down: দেশজুড়ে জিও নেটওয়ার্কে সমস্যা, ব্যহত ইন্টারনেট পরিষেবা, বিপাকে গ্রাহকরা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/06/18/479466-ajio.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্য়বধান মাত্র কয়েক ঘণ্টার। দেশজুড়ে ফের জিও নেটওয়ার্কে সমস্য়া! বিপাকে গ্রাহকরা। এর আগে দুপুরে গোটা দেশে প্রায় ২ হাজার গ্রাহক সমস্যা পড়েছিলেন। এবারও সংখ্যাটা কয়েক হাজার।
দৈনন্দিন জীবনে এখন ইন্টারনেট কার্যত অপরিহার্য। এদিন বিকেলে বহু গ্রাহকই মোবাইল ইন্টারনেট, জিও ফাইবারে সমস্যা হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েন। বিশেষত যে সমস্ত প্রযুক্তি কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম-এ কাজ করছেন, তাঁদের সমস্যার মাত্রা বাড়তে থাকে। এছাড়াও পথে ঘাটে যাঁরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তাঁরাও পড়েছেন সমস্যায়। অনেকেই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, ইউটিউব, গুগল-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারছিলেন না।
ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, সমস্যা শুরুর সময়ই প্রায় ৫৪ শতাংশ মানুষ অভিযোগের সুর চড়া করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে মিম। সকলেই প্রশ্ন, কখন মিটবে সমস্যা? তবে এখনও পর্যন্ত মুখ খোলেনি কর্তৃপক্ষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)