কতক্ষণ লেট বনগাঁ লোকাল, জেনে নিন বাড়ি থেকে বেরোনোর আগেই

Updated By: Oct 26, 2017, 07:34 PM IST
কতক্ষণ লেট বনগাঁ লোকাল, জেনে নিন বাড়ি থেকে বেরোনোর আগেই

নিজস্ব প্রতিবেদন: কলকাতা শহরতলিতে লোকাল ট্রেন সময়ে চলা এক ব্যতিক্রমী ব্যাপার। বিশেষ করে প্রান্তিক স্টেশন থেকে চলাচলকারী ট্রেনগুলির তো কথাই নেই। পরিস্থিতি এমন যে দৈবাত্ ট্রেন সময়ে ঢুকলে ট্রেন মিস করেন অনেকে। অকারণে তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করার বিরক্তি বাড়তি পাওনা। নিত্যযাত্রীদের এই সমস্যার সমাধান করতে পারে রেলের একটি অ্যাপ। তাতে বাড়ি বসেই জেনে নিতে পারে কত দেরিতে চলছে ট্রেন। ট্রেন বাতিল হলে তাও জানতে পারবেন বাড়ি বসেই। 

আরও পড়ুন - নতুন বছরে মুম্বইয়ে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন

সেজন্য রয়েছে NTES বা ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম নামে মোবাইল অ্যাপ। অ্যান্ডরয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটি। অ্যাপটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। ভারতীয় রেলের  যাবতীয় তথ্যপ্রযুক্তি তৈরির কাজ করে এই সংস্থা।

আরও পড়ুন - নভেম্বরের শুরুতেই বঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল সাইক্লোন

কী ভাবে জানবেন আপনার ট্রেনের অবস্থান?

- ট্রেনের গতিবিধি জানতে প্রথমে NTES অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে ফোনে।

- ফোনে অবশ্যই থাকতে হবে ইন্টারনেট কানেকশন।

ধরা যাক শিয়ালদহ মেন লাইনে শ্যামনগর স্টেশন থেকে দমদম জংশন আসবেন আপনি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের ঘোষণার জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেখা নেই ট্রেনের। পকেট থেকে বার করুন মুঠোফোনটি। চালু করুন NTES অ্যাপ।

এবার ট্যাপ করুন 'Live Station' অপশনে।  

এবার 'Live Station' লেখা জায়গাটিতে লিখে ফেলুন আপনি যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন সেই স্টেশনের নাম। অর্থাত্ এক্ষেত্রে লিখতে হবে Shyamnagar 

নীচে 'Going to Station'-এ লিখে ফেলুন গন্তব্য স্টেশনের নাম। এক্ষেত্রে লিখতে হবে Dum Dum 

এবার ট্যাপ করুন নীচে 'Get Trains' বটনে

সঙ্গে সঙ্গে শ্যামনগর স্টেশন থেকে আগামী ২ ঘণ্টায় যতগুলি ট্রেন দমদম জংশন যাবে তার তালিকা পেয়ে যাবেন আপনি। সঙ্গে লাল অক্ষরে দেখা যাবে কতক্ষণ দেরিতে চলছে ট্রেনগুলি। সঠিক সময় চললে লেখা থাকবে RT  

ট্রেনের ওই তথ্যের ওপর ট্যাপ করলে একেবারে নীচে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ওই ট্রেনটি

 

কোনও ট্রেন বাতিল থাকলে তাও জানিয়ে দেবে অ্যাপটি।

কোনও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হলে তাও জানা যাবে এই অ্যাপে। 

যেকোনও লোকাল বা দূরপাল্লার ট্রেনের অবস্থান জানা যাবে NETS অ্যাপ থেকে।

.