ফেসবুকে এখন মৃত ব্যক্তিদের প্রোফাইল সংখ্যা ছাপিয়ে গিয়েছে জীবিতদের
চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ফেসবুক। আরও বেশ কয়েক বছর পরে নাকি ফেসবুকে জীবিত ব্যক্তির থেকে মৃত ব্যক্তির অ্যাকাউন্টের সংখ্যা বেশি থাকবে।
ওয়েব ডেস্ক: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ফেসবুক। আরও বেশ কয়েক বছর পরে নাকি ফেসবুকে জীবিত ব্যক্তির থেকে মৃত ব্যক্তির অ্যাকাউন্টের সংখ্যা বেশি থাকবে।
কিছুদিন আগে ফেসবুক ব্যবহারকারীর ওপর একটা সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৮২ বছর পর মানে আগামি ২০৯৮ সালে ফেসবুকের জীবিত ব্যবহারকারীদের অ্যাকাউন্টের থেকে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টের সংখ্যা বেশি থাকবে।
১২ বছর আগে প্রথম ফেসবুক ব্যবহার শুরু হয়। এখনই ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যাটা প্রায় ১.৫ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এই হারে যদি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে আগামি কয়েক বছরে এর সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝাই যাচ্ছে। কিন্তু পুরনো অ্যাকাউন্টগুলো তো আর মুছে যাচ্ছে না। সেগুলোও থাকবে। হয়তো বেঁচেই থাকবেন না ব্যবহারকারী। তাই নতুন অ্যাকাউন্টের তুলনায় মৃত ব্যক্তির অ্যাকাউন্টের সংখ্যাটা থাকবে চোখে পড়ার মতো।