আপনার মোবাইলে ফোনেও কী এই জিনিসটা আছে?
আপনিও নিশ্চয়ই আজকের দিনের আর সকলের মতোই অনেকটা সময় আপনার মোবাইল ফোনটা নিয়েই কাটান। কথা তো অন্যের সঙ্গে বলেনই। এর পাশাপাশি নিশ্চয়ই হেডসেট কানে গুঁজে সারাদিনে অনেকটা সময়ই গান শোনেন।
Updated By: May 1, 2016, 03:22 PM IST
![আপনার মোবাইলে ফোনেও কী এই জিনিসটা আছে? আপনার মোবাইলে ফোনেও কী এই জিনিসটা আছে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/01/54540-mobilegan1-5-16.jpg)
ওয়েব ডেস্ক: আপনিও নিশ্চয়ই আজকের দিনের আর সকলের মতোই অনেকটা সময় আপনার মোবাইল ফোনটা নিয়েই কাটান। কথা তো অন্যের সঙ্গে বলেনই। এর পাশাপাশি নিশ্চয়ই হেডসেট কানে গুঁজে সারাদিনে অনেকটা সময়ই গান শোনেন।
কিন্তু জানেন কী যে, প্রত্যেক মানুষের মোবাইলে বা সংগ্রহেই এমন একটি অন্তত গান থাকে যে, গানটি সে শোনে না। কিন্তু কখনও ডিলিটও করে না! আপনারও কি তেমন আছে নাকি! খেয়াল করে সং লিস্টে গিয়ে দেখুন তো, কোন গানটি আপনার মোবাইলে দীর্ঘদিন ধরে রয়েছে তো বটে, কিন্তু আপনি কখনও শোনেই না!