চিনে দেদার বিকোচ্ছে নকল অ্যাপল ওয়াচ, দাম আসলের ১০ ভাগ
অ্যাপল ওয়াচ বাজারে আসতেই নকলে ছেয়ে গেছে চিনের সেজুয়ান শহর। নকল জিনিসের আখড়া বলে পরিচিত চিনের এই শহর।
![চিনে দেদার বিকোচ্ছে নকল অ্যাপল ওয়াচ, দাম আসলের ১০ ভাগ চিনে দেদার বিকোচ্ছে নকল অ্যাপল ওয়াচ, দাম আসলের ১০ ভাগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/03/13/35841-dwatch.jpg)
ওযেব ডেস্ক: অ্যাপল ওয়াচ বাজারে আসতেই নকলে ছেয়ে গেছে চিনের সেজুয়ান শহর। নকল জিনিসের আখড়া বলে পরিচিত চিনের এই শহর।
সেজুয়ান শহরের হুয়াকিয়াংবেই মলে ইউ ওয়াচ বা ডি ওয়াচ নামে মিলছে অ্যাপল ওয়াচের মতো দেখতে স্মার্ট ওয়াচ। কার্যকারিতাও অ্যাপল ওয়াচের মতোই। দাম ২০০ চিনের মুদ্রার কাছাকাছি যার ভারতীয় মূল্য প্রায় ২০০০ টাকা। সবথেকে কম দামী অ্যাপল ওয়াচের দামও যার ১০ গুণ বেশি। চিনের এই নকল অ্যাপল ওয়াচে নেই অ্যাপল লোগো। এর সাহায্যে ফোন ধরা যাবে, মেসেজ করা যাবে, মিউজিক প্লেয়ারও রয়েছে চিনের ইউ ওয়াচ বা ডি ওয়াচে। তবে পাওয়া যাবে না উইচ্যাট বা কিউকিউয়ের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপস।
নকল ইলেকট্রনিক প্রডাক্ট বেচার জন্য চিনে কুখ্যাত হুয়ানকিয়াংবেই বাজার।