ভাইয়ে ভাইয়ে ঝগড়া, থামাতে যান যুবক, পরিণাম হল ভয়ঙ্কর!
ছুরি ঢুকে যায় ঝন্টু সর্দারের পেটে। গুরুতর জখম হন ঝন্টু সর্দার।
![ভাইয়ে ভাইয়ে ঝগড়া, থামাতে যান যুবক, পরিণাম হল ভয়ঙ্কর! ভাইয়ে ভাইয়ে ঝগড়া, থামাতে যান যুবক, পরিণাম হল ভয়ঙ্কর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/09/249125-murder11.jpg)
নিজস্ব প্রতিবেদন : দুই ভাইয়ে ঝগড়া। চলছিল মারপিট। যেকোনও মুহূর্তে কোনও বড়সড় বিপদ ঘটে যেতে পারত! আঁচ করতে পেরেই বিবাদমান ২ ভাইকে আটকাতে এগিয়ে আসেন স্থানীয় এক যুবক। আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এক ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই যুবক।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগানর বিষ্ণুপুরে কালিনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাই ভীম মণ্ডল ও বিক্রম মণ্ডলের মধ্যে বিবাদ বাঁধে। সেইসময় মারপিট আটকাতে যায় পাড়ারই এক যুবক ঝন্টু সর্দার। আর ঠিক তখনই ছোট ভাই বিক্রম মণ্ডল পিছন থেকে ছুরি নিয়ে চড়াও হয়। ছুরি ঢুকে যায় ঝন্টু সর্দারের পেটে। গুরুতর জখম হন ঝন্টু সর্দার। চিৎকার চেঁচামেচিটে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আক্রান্ত ঝন্টু সর্দারকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।
এই ঘটনায় আজ সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। বিক্রম মণ্ডলকে ধরে নিয়ে যায় স্থানীয়রা। অভিযোগ, তাঁকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। অন্যদিকে বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবক। বিষ্ণুপুর থানার পুলিস আটক করেছে অভিযুক্ত বিক্রম মণ্ডলকে।
আরও পড়ুন, একাধিক ব্যবসায়ীর কাছে একই নম্বরের একশো টাকার নোট, লকডাউনে আতঙ্ক ছড়াল জলপাইগুড়িতে