Sonarpur Dowry Death: সোনারপুরে 'পণের বলি' বধূ, বিয়ের এক মাস যেতে না যেতেই....
পুলিস সূত্রে খবর, মৃতের নাম সীতা মন্ডল। বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনারই ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায়। দেখাশোনা করে বিয়ে হয়েছিল সীতার। কবে? চলতি বছরের ১৭ নভেম্বর। স্বামী স্বামী অরূপ নস্কর সোনারপুরের কালিকাপুরের মুড়োগাছির এলাকার বাসিন্দা। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি কারখানা কাজ করেন তিনি।
তথাগত চক্রবর্তী: 'পণের বলি'! বিয়ের এক মাস কাটতে না কাটতেই খুন বধূ? শ্বশুর, স্বামী, ভাসুর ও বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মৃতের পরিবারের লোকেরা। গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে।
আরও পড়ুন: Nandigram: ফের নন্দীগ্রামে পিটিয়ে খুন তৃণমূল কর্মী, দোকানের সামনে মিলল দেহ
পুলিস সূত্রে খবর, মৃতের নাম সীতা মন্ডল। বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনারই ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায়। দেখাশোনা করে বিয়ে হয়েছিল সীতার। কবে? চলতি বছরের ১৭ নভেম্বর। স্বামী স্বামী অরূপ নস্কর সোনারপুরের কালিকাপুরের মুড়োগাছির এলাকার বাসিন্দা। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি কারখানা কাজ করেন তিনি।
বাপের বাড়ির লোকেদের দাবি, বিয়ের পর থেকে পণের দাবিতে মেয়ে উপর রীতিমতো অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ি লোকেরা। ২৪ ডিসেম্বর রাতে শেষবার সীতার সঙ্গে ফোনে কথা হয় তাঁর বাবা-মায়ের। এরপর গতকাল, বুধবার ২৫ ডিসেম্বর সকালে বেশ কয়েকবার ফোন করেছিলেন তাঁরা, কিন্তু ফোন ধবেননি ওই বধূ। দুপুরে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয় বাবাকে।
আরও পড়ুন: Purulia Tiger: জঙ্গলজুড়ে নাকাবন্দি, বনকর্মীদের ঘোল খাইয়ে ছাগল মেরে ডেরায় ফিরছে যমুনা
মৃতের বাবা বলেন, 'ছেলে মোটামুটি টাইম দিয়ে দিয়েছিল, অমুক দিনে আমার খাট-বিছানা চাই। দিতে পারিনি বলে আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরেছে। ওর মা-বাবা আর বৌদি মিলে, তিনজনে মিলে মেরেছে। একটা খাটের দাবি করেছিল'। তিনি জানান, দেড় মাস বিয়ে হয়েছে। দেখাশোনা করে বিয়ে হয়েছে। সোনার জিনিস, হাতের,গলার,কানের। ছেলের আংটি দিয়েছি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)