প্রাক শীত পর্বে বাংলা, আশার বাণী হাওয়া অফিসের
![প্রাক শীত পর্বে বাংলা, আশার বাণী হাওয়া অফিসের প্রাক শীত পর্বে বাংলা, আশার বাণী হাওয়া অফিসের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/31/97500-weather-31-10-17.jpg)
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গবাসীর কাছে এখন প্রশ্ন একটাই, কবে পড়বে জাঁকিয়ে শীত? অপেক্ষায় থাকা জনতাকে আশার বাণী শোনালো আবহাওয়া দফতর। বিহার বঙ্গের সীমান্তের আকাশে নিম্নচাপের জেরে এখন আকাশে মেঘের আনাগোনা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি মেঘ কাটবে, তত তাড়াতাড়ি শীত আসবে রাজ্যে। তবে শীত ঠিক কবে আসবে, সেই দিনক্ষণ এখনও সঠিকভাবে বলতে পারছে না হাওয়া অফিস।
বারুইপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মেয়ে
উত্তরপ্রদেশ থেকে বিহারের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকছে। আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশ কমছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। ফলে শীতের চাদরে যে বাংলা ক্রমশ ঢাকছে তা বলা যেতেই পারে। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে তা এখনো হলপ করে বলতে পারছেন না আবহাওয়া দফতরের আধিকারিকরা।
অনলাইন ভর্তির দাবি আদায়ে সাত ঘণ্টা উপাচার্যকে ঘেরাও
সোমবার দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। রাতে মেঘ কাটতেই তরতরিয়ে নেমেছে পারদ। ভোরের দিকে শীতের কামড় টের পেয়েছেন অনেকেই।