Rain on 25th December: বড়দিন ভাসবে? বৃষ্টিবিঘ্নিত ক্রিসমাসের আশঙ্কায় মুহ্যমান বাঙালি...
Bengal Weather Update: বড়দিনে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। শীতে বাধা নিম্নচাপের। শুক্রবার বিকেলেই জানিয়ে দিলেন আলিপুরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
![Rain on 25th December: বড়দিন ভাসবে? বৃষ্টিবিঘ্নিত ক্রিসমাসের আশঙ্কায় মুহ্যমান বাঙালি... Rain on 25th December: বড়দিন ভাসবে? বৃষ্টিবিঘ্নিত ক্রিসমাসের আশঙ্কায় মুহ্যমান বাঙালি...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/20/510165-rain-in-christmas.png)
সন্দীপ প্রামাণিক: বড়দিনে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। শীতে বাধা দিল নিম্নচাপ। আজ, শুক্রবার বিকেলেই আবহাওয়া জানিয়ে দিলেন আলিপুরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
কী বললেন সৌরীশ বন্দ্যোপাধ্যায়? দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে যেমন, দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ২০ এবং ২১ ডিসেম্বরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া পার্শ্ববর্তী কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামের দু-এক জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ ও ২১ তারিখে।
আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতা রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি আশে পাশে থাকবে। আগামীকাল মেঘলা থাকার জন্য দিনের তাপমাত্রা খানিকটা কমে যাবে, কলকাতার তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবার সম্ভাবনা।
আগামী ৪/৫ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। ২২ ডিসেম্বরে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২১ ডিসেম্বর দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিপাতের মূল কারণ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। সেটা আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।
অন্য দিকে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব, এই পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর এই সিস্টেম দুটির জন্যই বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। এজন্য শীত বাধা পাচ্ছে। যদিও বঙ্গোপসাগরের উপর যে সিস্টেমটি রয়েছে, সেটি আমাদের রাজ্য থেকে অনেকটাই দূরে। এর প্রভাবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)