Weather Report: কলকাতায় শীতের আমেজ, রাজ্যে একলাফে কমল তাপমাত্রা
এক লাফে অনেকটাই কমল দিন ও রাতের তাপমাত্রা। ধীরে ধীরে আরও কমবে তাপমাত্রা, এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি মরশুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তবে আজ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
![Weather Report: কলকাতায় শীতের আমেজ, রাজ্যে একলাফে কমল তাপমাত্রা Weather Report: কলকাতায় শীতের আমেজ, রাজ্যে একলাফে কমল তাপমাত্রা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/03/395006-weather-w.jpg)
অয়ন ঘোষাল: নভেম্বরের শুরুতেই শীতের হালকা আমেজ কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে। এক লাফে অনেকটাই কমল দিন ও রাতের তাপমাত্রা। ধীরে ধীরে আরও কমবে তাপমাত্রা, এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি মরশুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তবে আজ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতায় রাতে এবং ভোরের দিকে মনোরম পরিবেশ। তবে বেলা বাড়লেই সেই পরিবেশ উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, Bankura: বদলির আবেদন মঞ্জুর, তবুও পড়ুয়াদের ভালোবাসায় 'বন্দি' প্রধানশিক্ষক!
আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে। যদিও কলকাতাতেও আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রাতারাতি ১ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। রাজ্যে আপাতত হেমন্তের মনোরম পরিবেশই থাকবে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমতল এলাকায়। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। নতুন করে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা ১০ নভেম্বরের আগে নেই।
পশ্চিমের জেলাগুলিতে আজ থেকেই হালকা শীতের আমেজ থাকবে সকাল ও সন্ধ্যায়। রাতে আপেক্ষিক আর্দ্রতা অনেকটা কমে মাত্র ৪০ শতাংশ হবে। দিনের আপেক্ষিক আর্দ্রতা রাতারাতি ৯২ শতাংশ থেকে কমে ৮৬ শতাংশ হবে। ফলে শীতের টান অনুভূত হবে আজ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজ্যজুড়েই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ পাওয়া যাবে নভেম্বরের মাঝামাঝি।
আরও পড়ুন, Burima Jagaddhatri Puja: আড়াইশো বছরেও 'বুড়িমা' দীপ্ত তারুণ্যে পূর্ণ, অগণিত মানুষ আবেগে উত্তাল...