হাওড়ায় পরিবর্তন যাত্রা বিজেপি'র; তৃণমূল জানাল, মানুষ মমতাকেই চাইছে

মানুষের জীবনে পরিবর্তন আসাটাই জরুরি, মত সাধারণের।

Reported By: দেবারতি ঘোষ | Edited By: সৌমিত্র সেন | Updated By: Mar 1, 2021, 04:25 PM IST
হাওড়ায় পরিবর্তন যাত্রা বিজেপি'র; তৃণমূল জানাল, মানুষ মমতাকেই চাইছে

নিজস্ব প্রতিবেদন: পরিবর্তন যাত্রা নিয়ে জমে উঠল হাওড়ার স্থানিক রাজনীতি।

দক্ষিণ হাওড়ার (howrah) দানেশ শেখ লেন থেকে শুরু হল বিজেপি'র (bjp) এই পরিবর্তন যাত্রা (Parivartan yatra)। উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী (rathin chakraborty)। হাওড়া জেলা বিজেপি সভাপতি সুরজিৎ সাহা-সহ স্থানীয় নেতাকর্মীরা। নবান্নের (nabanna) পাশ দিয়ে এই পরিবর্তন যাত্রা বালিতে গিয়ে শেষ হবে। গতকাল হাওড়ার জগৎবল্লভপুর থেকে এই যাত্রা শুরু হয়েছিল

সাধারণ মানুষ কী ভাবছেন বিজেপির এই কর্মসূচি নিয়ে? 

দক্ষিণ হাওড়ার বাসিন্দা রাজা চট্টোপাধ্যায় জানান, যে কোনও দলই যে কোনও কর্মসূচি পালন করতে পারে। হতে পারে পরিবর্তন যাত্রাও। কিন্তু মানুষের জীবনে পরিবর্তন আসাটাই সব চেয়ে জরুরি।

আরও পড়ুন:  SSC-PTTI সমস্যার সমাধান, নিয়মিত নিয়োগ সহ একগুচ্ছ প্রতিশ্রুতি BJP-র খসড়া ইশতেহারে

বিজেপি'র তরফে রথীন চক্রবর্তী জানান, পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গাতেই করা হচ্ছে। এ বারে আসছে পরিবর্তন। এই ২০২১-এর মে মাসে বিজেপি সরকার গড়বে। মানুষ বিজেপির উপরেই ভরসা রাখছে, বিজেপিকেই বিশ্বাস করছে।

তৃণমূলের হাওড়া সদর সভাপতি ভাস্কর ভট্টাচার্য অবশ্য় এই পরিবর্তন যাত্রাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। তিনি জানান, এসব পরিবর্তন যাত্রা করে কিছু লাভ হবে না। উন্নয়নই শেষ কথা। মমতা উন্নয়ন করেছেন। মানুষ তাই তৃণমূলকেই চাইছে।   

আরও পড়ুন: WB assembly election 2021 : ভোট ঘোষণা হতেই দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে ব্যঙ্গচিত্র

.