মতুয়া, নমশূদ্র ও বাংলাদেশ থেকে আসা বাঙালি আপনার কী ক্ষতি করেছে, মমতাকে তোপ অমিতের
করোনা আবহে যেন ভোটের দামামা বেজে গেল। ২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহের হাত ধরেই ভোটের ঢাকে কাঠি পড়ল। ভার্চুয়াল সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। দু’মাস পর অমিতের মুখে নতুন করে শোনা গেল নাগরিকত্ব আইন, তিন তালাক বিল-সহ একাধিক ইস্যু।
Updated By: Jun 9, 2020, 12:20 PM IST
![মতুয়া, নমশূদ্র ও বাংলাদেশ থেকে আসা বাঙালি আপনার কী ক্ষতি করেছে, মমতাকে তোপ অমিতের মতুয়া, নমশূদ্র ও বাংলাদেশ থেকে আসা বাঙালি আপনার কী ক্ষতি করেছে, মমতাকে তোপ অমিতের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/09/254632-amitshah.jpg)
ফাইল চিত্র
করোনা আবহে যেন ভোটের দামামা বেজে গেল। ২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহের হাত ধরেই ভোটের ঢাকে কাঠি পড়ল। ভার্চুয়াল সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। দু’মাস পর অমিতের মুখে নতুন করে শোনা গেল নাগরিকত্ব আইন, তিন তালাক বিল-সহ একাধিক ইস্যু।
Tags: