বজ্রাঘাতে প্রাণহানি রাজ্যে, ব্যাহত পরিবহণ

ঘটনার সময়ে জমিতে কাজ করছিলেন তিনি।

Updated By: Jun 25, 2018, 12:47 PM IST
বজ্রাঘাতে প্রাণহানি রাজ্যে, ব্যাহত পরিবহণ

নিজস্ব প্রতিবেদন:  বৃষ্টি চলাকালীন  বজ্রাঘাতে প্রাণহানি খোদ কলকাতার বুকেই। বিমানবন্দরের মধ্যেই বজ্রাঘাতে মৃত্যু হল এক বিমানকর্মীর। তিনি সেই মুহূর্তে বিমানবন্দরে কর্মরত অবস্থায় ছিলেন। আচমকাই বাজ পড়ায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই  মৃত্যু হয় ওই বিমানকর্মীর। অন্যদিকে, বনগাঁয় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। মফিজুল মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়ি বনগাঁর কেউটেপাড়ায়। ঘটনার সময়ে জমিতে কাজ করছিলেন তিনি। ইলিয়াস বিশ্বাস নামে আর একজনকে গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দেরিতে, তবুও দাপুটে ব্যাটিং শুরু বর্ষার

বৃষ্টির প্রভাব পড়েছে পরিবহণে। শিয়ালদহের দুই শাখায় কমপক্ষে এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। বনগাঁ রুটে সংসহি ও মছলন্দপুরের মাঝে তারের ওপর গাছ ভেঙে পড়েছে। এরফলে সিগন্যাল ব্যবস্থা সাময়িকভাবে বিকল হয়ে যায়। কলকাতা শহর ও শহরতলিতে ট্রাফিকের গতি অত্যন্ত শ্লথ। দূরপাল্লার বাসগুলিও সঠিক সময়ে চলছে না বলে খবর। নবান্নের কাছে জল জমে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট দেখা দিয়েছে। প্রতিকূল আবহাওয়ায় বাতিল হয়েছে পাঁচটি বিমান।

.