মালদা সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার দুই JMB জঙ্গি
পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর ভারতবর্ষ জুড়ে লাল সর্তকতা জারি করেছে গোয়েন্দা দফতর।
![মালদা সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার দুই JMB জঙ্গি মালদা সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার দুই JMB জঙ্গি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/01/178237-untitljmb.jpg)
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে দুই জেএমবি জঙ্গি গ্রেফতার।
আরও পড়ুন:সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রাশিয়া, মোদীকে ফোনে পাশে থাকার বার্তা পুতিনের
পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর ভারতবর্ষ জুড়ে লাল সর্তকতা জারি করেছে গোয়েন্দা দফতর। সর্তক করা হয়েছে অন্যান্য প্রতিবেশী দেশগুলিকেও। এরই মধ্যে ভারতের মালদা সীমান্ত লাগোয়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের আঝইর এলাকা থেকে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন বাহিনী দুই জেএমবি জঙ্গিকে আটক করে। ধৃতদের নাম বাইরুল ইসলাম (৩৪) ও শফিকুল ইসলাম (৪৮)। তাদের কাছ থেকে জেহাদি বই, লিফলেট উদ্ধার হয়েছে ।
আরও পড়ুন- বেরিয়ে এল সত্য, আজহারের ডেরায় এয়ার স্ট্রাইকের স্বীকারোক্তি পাক রেলমন্ত্রীর
ধৃতদের বাড়ি চাঁপাইনবাগবঞ্জের নাচোলের ফুরসেদপুর গ্রামে। র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেএমবি সদস্যরা নাচোলের আঝইর এলাকায় তাদের ডেরায় গোপন বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেলেও বাইরুল ও শফিকুল র্যাবের হাতে ধরা পড়ে।