রাজনৈতির সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মীরা
রবিবার বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে তৃণমূলের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। হামলার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাড়ির লোকদেরও।
![রাজনৈতির সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মীরা রাজনৈতির সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/26/194539-images.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের রাজনৈতির হামলা তুফানগঞ্জে। তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ মহকুমার দেওচরাই এলাকা। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, রবিবার বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে তৃণমূলের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। হামলার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাড়ির লোকদেরও।
আরও পড়ুন: ফের হিংসা কোচবিহারে, বিজেপি করার অপরাধে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আঘাতে আহত হয়েছে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। তাঁদের মধ্যে মনিয়ার রহমান ও তার দাদা অজিবর রহমানকে গুরুতর জঘম অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের সমর্থকেরা। যদিও বিজেপির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্বরা।