Municipal Election 2022: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখল তৃণমূলের, ঘাসফুল ফুটল বজবজেও

শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের।

Updated By: Feb 9, 2022, 06:37 PM IST
Municipal Election 2022: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখল তৃণমূলের, ঘাসফুল ফুটল বজবজেও

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে পঞ্চায়েত ভোটেরই পুনরাবৃত্তি? বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা (Sainthia Municipality) দখল করল তৃণমূল (TMC)। ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভায়ও (Budge Budge Municipality)। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা।

পুরভোটের আগে কিন্তু তেতে উঠেছিল সাঁইথিয়া। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে রীতিমতো 'তাণ্ডব' চলে। অভিযোগ, রবিবার রাতে বিজেপি নেতার বাড়ির সামনে জড়ো হয় দুষ্কৃতীরা। গ্রিলের গেটে ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারা। এরপরই শুরু হয় ভাঙচুর! কারা ভাঙচুর চালাল? তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

এদিন ছিল পুরভোটের মনোনয়ন পেশের শেষদিন। ১৬ ওয়ার্ডের সাঁইথিয়া পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে তৃণমূল (TMC)। এমনকী, ৩ ওয়ার্ডে লড়ছে সিপিএমও (CPM)। কিন্তু বাকি কোনও ওয়ার্ডেই বিরোধীদের প্রার্থী নেই। ফলে শুধুমাত্র  ১,৪ এবং ১২ নম্বর ওয়ার্ডেই ভোট হবে। ১৩ ওয়ার্ডে বিনা প্রতিন্দন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল।  সাইঁথিয়া পুরসভার কেন এমন ফল? বিজেপির বীরভূমের জেলার সভাপতি ধ্রব সাহার অভিযোগ, সন্ত্রাস করে তাদের প্রার্থী দিতে দেওয়া হয়। যদিও অভিযোগে উড়িয়ে দিয়ে বিজয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রশ্ন, 'বিরোধীরা যদি প্রার্থী দিতে না পারে, তাহলে শাসকদলের কী করার আছে'? এর আগে পঞ্চায়েত ভোটেও বীরভূমে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত পর্যন্ত বিনা প্রতিন্দন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। সেবারও শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। 

আরও পড়ুন: Municipal Election 2022: 'এবার শিলিগুড়িতে দিদিই থাক', পুরনো বিজেপির নামে পোস্টার ঘিরে তোলপাড় শিলিগুড়ি

স্রেফ সাঁইথিয়াই নয়, দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভায়ও বিনা প্রতিন্দন্দ্বিতায় জয়ী তৃণমূল। ২০ ওয়ার্ডের মধ্যে ১২ ওয়ার্ডেই জিতেছেন শাসকদলের প্রার্থীরা। এখনও পর্যন্ত যা খবর, বজবজ পুরসভায় ভোট হবে মাত্র ৮ ওয়ার্ডে। সবকটি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে সিপিএম (CPM)। কংগ্রেস (Congress) লড়ছে ৬ ওয়ার্ডে, বিজেপি (BJP) ২ ওয়ার্ডে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.