'প্রথম রাউন্ডের খেলা শেষ হল', গ্রাম পঞ্চায়েত দখলের পর ফেসবুকে পোস্ট Udayan Guha-র
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যরা।
!['প্রথম রাউন্ডের খেলা শেষ হল', গ্রাম পঞ্চায়েত দখলের পর ফেসবুকে পোস্ট Udayan Guha-র 'প্রথম রাউন্ডের খেলা শেষ হল', গ্রাম পঞ্চায়েত দখলের পর ফেসবুকে পোস্ট Udayan Guha-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/06/324591-untitled-2021-06-06t231621.945.jpg)
নিজস্ব প্রতিবেদন: কোচবিহারে ভাঙন গেরুয়াশিবিরে। দলের পঞ্চায়েত সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বিজেপির। ফেসবুকে দিনহাটার প্রাক্তন বিধায়ক, শাসকদলের নেতা উদয়ন গুহ (Udayan Guha) লিখলেন, 'আজ ভেটাগুড়িতে প্রথম রাউন্ডের খেলা শেষ হল। এবার অন্য মাঠে অন্য খেলা'।
একুশের ভোটে দিনহাট কেন্দ্র থেকে জিততে পারেননি। তবে যা বলেছিলেন, তা করে দেখালেন উদয়ন গুহ। শনিবার শাসকদলের এই নেতা বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি-র পোস্টার লেখারও লোক থাকবে না। সেদিনই কয়েকজন যোগ দিয়েছিলেন তৃণমূলে। এদিন দলবদল করে ফেললেন বিজেপির আরও ৪ পঞ্চায়েত সদস্য। ফলে ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল রাজ্যের শাসকদল।
আরও পড়ুন: বুথ লক্ষ্য করে গুলি কেন্দ্রীয় বাহিনীর! শীতলকুচিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়
প্রসঙ্গত, দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা খোদ কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এলাকার ৩৩টি পঞ্চায়েত মধ্যে একমাত্র ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতটিই ছিল বিজেপির দখলে।