রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,২,৭০৮; একদিনে মৃত ৫৮ জন
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫৮ জন। কলকাতায় গতকাল থেকে আজ পর্যন্ত নতুন করে সংক্রমণের শিকার ৫৪১ জন। এখন রাজ্যে সুস্থতার হার ৮৬. ৪০ শূন্য শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: সুস্থতার হার বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। চুম্বকে এটাই রাজ্যের করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২১৫ জন। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৭০৮ জন। একই সময়ে মারা গিয়েছেন ৫৮ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩হাজার ৯৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫৮ জন। কলকাতায় গতকাল থেকে আজ পর্যন্ত নতুন করে সংক্রমণের শিকার ৫৪১ জন। এখন রাজ্যে সুস্থতার হার ৮৬. ৪০ শূন্য শতাংশ।
আরও পড়ুন: পাঁচ টাকার কাজ করালে এক টাকা দিতে হয়, এবার কাটমানির কথা স্বীকার অনুব্রতর
কোভিড কাটিয়ে আবার কবে স্বাভাবিক হবে সবকিছু? আবার কবে সচল হবে আম জনতার যাতায়াত? আর কতদিনের অপেক্ষা? উত্তর নেই ঠিকই, তবে উত্তরের অপেক্ষা সকলেই। আর এর মাঝেই দেশেও কার্যত উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের সংখ্যা।
করোনায় আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেলে ৪৭ লাখের গণ্ডীও। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৭২ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১১৪ জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল আটাত্তর হাজার পাঁচশ ছিয়াশি