খেলতে খেলতে নাবালকের হাতেই মৃত্যু নাবালকের
খেলার সময়েই দু-জন বালকের মধ্যে বচসা বাঁধে। তর্কাতর্কি পৌঁছয় হাতাহাতিতে। এরপরই তাঁদের মধ্য়ে এক বালকের মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ওই বালক।
![খেলতে খেলতে নাবালকের হাতেই মৃত্যু নাবালকের খেলতে খেলতে নাবালকের হাতেই মৃত্যু নাবালকের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/07/273871-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: খেলতে খেলতেই বচসা। আর তা থেকেই মৃত্যু বালকের। সোমবার ঘটনাটি ঘটেছে গড়িয়হাটের ডোভার লেন টেরেসের কাছে। জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ খেলা করছিল স্থানীয় বস্তির কিছু ছেলে। খেলার সময়েই দু-জন বালকের মধ্যে বচসা বাঁধে। তর্কাতর্কি পৌঁছয় হাতাহাতিতে। এরপরই তাঁদের মধ্য়ে এক বালকের মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ওই বালক।
আরও পড়ুন: বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম, ব্যাপক বোমাবাজি, অবাধে চলল ভাঙচুর
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিস। ওই বালককে অচেতন অবস্থাতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও ঠিক কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ঘটনা ইচ্ছাকৃত খুন নয়। খেলা চলতে চলতেই হাতাহাতিতে আচমকা আঘাত পেয়ে মৃত্যু হয়েছে বালকের।