অক্সিজেনের ঘটতি মেটাতে স্বাস্থ্য দফতর জারি করল নতুন নির্দেশিকা
চিকিৎসকদের জন্যই মূলত এই নির্দেশিকা।
Updated By: May 4, 2021, 05:23 PM IST
![অক্সিজেনের ঘটতি মেটাতে স্বাস্থ্য দফতর জারি করল নতুন নির্দেশিকা অক্সিজেনের ঘটতি মেটাতে স্বাস্থ্য দফতর জারি করল নতুন নির্দেশিকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/04/318989-cats.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে অক্সিজেন নিয়ে ইতিমধ্যে হাহাকার পড়ে গিয়েছে। অনেকের মতে বাংলায় অক্সিজেনের যে হাহাকার তা বেশ কিছু অসাধু মানুষ ও পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকায়। তাই রাজ্যের হাসপাতালে অক্সিজেনের অপচয় বন্ধ করতে ও সঠিকভাবে ব্যবহার করতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে তা রাজ্যের সমস্ত হাসপাতালে পৌঁছে গিয়েছে।
চিকিৎসকদের জন্যই মূলত এই নির্দেশিকা।
- চিকিৎসার প্রেসক্রিপশনের সঙ্গে লাগবে করোনার পজিটিভ রিপোর্ট।
- অক্সিজেনের প্রয়োজন না থাকলে হাসপাতালে নয় বাড়িতে থেকেই চিকিৎসার পরামর্শ।
- গুরুত্ব বুঝে রোগীকে অক্সিজেন দিতে হবে।
- কোন রোগীকে কতটা অক্সিজেন দিতে হবে তার উল্লেখ রয়েছে নির্দেশিকায়।
প্রসঙ্গত, প্রতিদিন রাজ্যে অক্সিজেন প্রয়োজন ২২৩ মেট্রিকটন। সেখানে রাজ্যে উৎপাদন হচ্ছে ৪৯৭ মেট্রিকটন। খুব তাড়াতাড় রাজ্যে ৯৩ টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে।
Tags: