প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

৪ সপ্তাহ পরে ফের শুনানি।

Updated By: Feb 22, 2021, 04:07 PM IST
প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আগে প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার আর কোনও সম্ভাবনাই রইল না। সোমবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালের ওই নিয়োগের ক্ষেত্রে আপাতত ৪ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশের যৌথ অনুষ্ঠান মঞ্চে হাসিনার পাশে Mamata-র ছবি, তুঙ্গে রাজনৈতিক তরজা

সম্প্রতি প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির আশঙ্কাও করেন তাঁরা।

এই মামলায় হাইকোর্ট প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছিল, কেন মেধাতালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। বোর্ড জানায়, সংশ্লিষ্ট ক্ষেত্রে সাইবার ক্রাইম ঘটায় মেধাতালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: Live: ডানলপ ময়দানের জনসভায় Modi, একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

.