'আত্মতুষ্টির কারণে পরাজয়', বিজেপির ফলাফল বিশ্লেষণে বিস্ফোরক Suvendu
শাক দিয়ে মাছ ঢাকছে শুভেন্দু: Kunal Ghosh
!['আত্মতুষ্টির কারণে পরাজয়', বিজেপির ফলাফল বিশ্লেষণে বিস্ফোরক Suvendu 'আত্মতুষ্টির কারণে পরাজয়', বিজেপির ফলাফল বিশ্লেষণে বিস্ফোরক Suvendu](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/18/333742-suvendu-6.jpg)
নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটে রাজ্যে পরিবর্তনের হাওয়া তুলেছিল বিজেপি। ২০০-র বেশি আসন নিয়ে এ রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন দিলীপ ঘোষরা। তবে ২ মে ফল ঘোষণার পর দেখা যায়, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। 'বাংলার মেয়ে'র উপরেই ভরসা রেখেছে রাজ্যের মানুষ। ৭৭-এ থেমে যায় বিজেপির রথ। অচিরেই ভঙ্গ হয় বিজেপির 'ডবল ইঞ্জিন সরকার' গড়ার স্বপ্ন। কিন্তু কেন বিজেপির এই ফলাফল? কারণ বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার চণ্ডীপুরের একটি সাংগঠনিক সভায় শুভেন্দু অধিকারী জানান, আত্মতুষ্টির কারণে বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপি। তাঁর বক্তব্য, "অনেকেই ধরে নিয়েছিলেন রাজ্যে ২৯৪-এর মধ্যে ১৭০ থেকে ১৮০টি আসন পাবে বিজেপি। খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাব। চণ্ডীপুরটা হারলে হারুক। এই আত্মতুষ্টির কারণে আমাদের পরাজয় ঘটেছে।" রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, দলীয় কর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। দলত্য়াগী মুকুল রায়ের কড়া সমালোচনা করেন।
আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা বিজেপির, ইঙ্গিত অর্জুনের
আরও পড়ুন: UP Board: বাদ রবীন্দ্রনাথ, সিলেবাসে ঢুকছে যোগী-রামদেবের রচনা! টুইটে তীব্র আক্রমণ সায়নীর
শুভেন্দুর 'আত্মতুষ্টি' মন্তব্যকে হাতিয়ার করেই কটাক্ষ করেছে তৃণণূল। শাসকদলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দিয়ে, বিজেপির জনবিরোধী নীতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ।