'হ্যাঁ, বিজেপির সঙ্গে ডিল হয়েছে', কাঁথির সভায় খোলসা করলেন Suvendu
'আদর্শ নির্বাচন বিধি চালু হলে খেলা দেখবেন।'
!['হ্যাঁ, বিজেপির সঙ্গে ডিল হয়েছে', কাঁথির সভায় খোলসা করলেন Suvendu 'হ্যাঁ, বিজেপির সঙ্গে ডিল হয়েছে', কাঁথির সভায় খোলসা করলেন Suvendu](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/01/299395-untitled-31.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'শুনে রাখুন, দিদিমণি আপনি দ্বিতীয় হবেন। ধর্মযুদ্ধে নেমেছি, এ লড়াই-এ জিততে হবে।' কাঁথির সভা থেকে ফের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কটাক্ষ, 'দেড়জনের পার্টি, পিসি আর ভাইপো। ৮ তারিখ শক্তি দেখাব নন্দীগ্রামে। আদর্শ নির্বাচন বিধি চালু হলে খেলা দেখবেন। ভয়ে পুরভোট করার ক্ষমতা নেই।'
আরও পড়ুন: 'পদ যেতেই দলবদল, চেয়ার যেতেই নীতি চলে গেল!' Soumyendu-কে কড়া আক্রমণ Firhad-এর
উল্লেখ্য, শুভেন্দু (Suvendu Adhikari) দল ছাড়লেও, তাঁর পরিবারের কেউ সেই পথে হাঁটেননি বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাবে শুভেন্দু বলেছিলেন, 'এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।' ফের পদ্ম ফুটল কাঁথির অধিকারী পরিবারে। এদিন কাঁথির সভায় দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপি যোগ দিলেন সৌমেন্দু অধিকারীও।
আরও পড়ুন: বক্সার জঙ্গলে মেলানিস্টিক লেপার্ড
প্রসঙ্গত, দিন কয়েক আগে কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সৌমেন্দুকে সরিয়ে দেওয়া হয়। সেই প্রসঙ্গ এদিন শুভেন্দু বলেন, 'শিলিগু়ড়ি সিপিএমের লোক অশোক ভট্টাচার্য পৌর প্রশাসক থাকতে পারে। নদিয়ার তাহেরপুরে সিপিএমের আগের চেয়ারম্যান প্রশাসক থাকতে পারে। আর যেহেতু শুভেন্দু চলে গিয়েছে, তাই কাঁথির পুর প্রশাসক ভেঙে দেওয়া হল। হাইকোর্টের নির্দেশ মানব না, গায়ে জোরে সবকিছু করব!' তিনি আরও বলেন, 'তৃণমূল বলছে আমার সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে। হ্যাঁ, ডিল হয়েছে, প্রতিবছর এসএসসি পরীক্ষায় চাকরি হবে, টেট পাশ করা প্রার্থীদের চাকরি হবে। ডিল হয়েছে ক্ষমতায় এলে রাজ্যে আয়ূষ্মান ভারত চালু হবে। ডিল হয়েছে, কৃষক নিধি প্রকল্পে কৃষকরা মাসে ৬ হাজার করে পাবে। ডিল হয়েছে, সুশাসন আসবে।'