হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি
দোলের আগের দিনই হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনে ঘরে গেল ভয়ঙ্কর ঘটনা। চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া হল পাথর। দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছেন চার যাত্রী। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/01/110729-train.gif)
নিজস্ব প্রতিবেদন: দোলের আগের দিনই হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনে ঘরে গেল ভয়ঙ্কর ঘটনা। চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া হল পাথর। দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছেন চার যাত্রী। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট প্রেমিকের, আত্মঘাতী তরুণী
বুধূার রাতে এন জে পি থেকে সবেমাত্র ট্রেন ছেড়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওঠা যাত্রীরা সবেমাত্র নিজের ব্যাগ বাঙ্কারে রেখে সিট খোঁজার চেষ্টা করছেন। আচমকাই ট্রেনের জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়ে একটি পাথর। তাতে আহত হন জানলার পাশে বসা এক যাত্রী। তাঁকে নিয়েই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই বাইরে থেকে একের পর এক পাথর আসতে থাকে কামরার ভিতর। এলোপাথাড়ি পাথরের আঘাতে তখন রক্তাক্ত হয়ে পড়েছেন ট্রেনের আরও বেশ কয়েকজন যাত্রী।
আরও পড়ুন: নিরাপত্তা কমল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের
ট্রেনটি বেলাকোবা স্টেশনে আসার পর যাত্রীরা রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জলপাইগুড়ি স্টেশনে আসার পর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কেন এমন হামলা? কারাই বা করল? কোনও সূত্রই খুঁজে পাচ্ছে না রেলপুলিস। তবে এ কাজ যে কোনও এক জনের নয়, তা অনুমান করা যাচ্ছে।রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ধরনের হামলায় আতঙ্কে যাত্রীরা। প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তাও।