WB Assembly Election 2021: Asansol দক্ষিণে সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন Saayoni Ghosh
'সব শান্তিপূর্ণ হোক। এটাই চাইব।'
![WB Assembly Election 2021: Asansol দক্ষিণে সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন Saayoni Ghosh WB Assembly Election 2021: Asansol দক্ষিণে সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন Saayoni Ghosh](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/26/317991-saayoni-1.png)
নিজস্ব প্রতিবেদন: সপ্তম দফায় আজ ভোটগ্রহণ আসানসোল দক্ষিণ কেন্দ্রে। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন সেখানের তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বুথে পোলিং এজেন্টরা ঠিকমতো কাজ করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজ নিতেই বুথে বুথে ঘুরছেন তিনি। আসানসোলের মহিশিলায় ৮৫ নম্বর বুথ পরিদর্শন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী জানান, 'এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। মা-বোনেরা ভোট দিচ্ছেন। যেখানে যেখানে সমস্য হচ্ছে যাবো। সব শান্তিপূর্ণ হোক। এটাই চাইব।' সিআরপিএফের ভূমিকা নিয়েও আপাতত তিনি সন্তুষ্ট বলে জানান। আজ সারাদিন বুথে ঘুরবেন এমনটাই প্ল্যান বলে জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: WB Assembly Election 2021: সপ্তম দফায় Covid বিধি মেনে ভোটদানের আর্জি Modi এর
প্রসঙ্গত, আসানসোল দক্ষিণ কেন্দ্রে সায়নীর সঙ্গে ভোটযুদ্ধে বিপরীতে রয়েছেন বিজেপির তরফে অগ্নিমিত্রা পাল ও সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের প্রশান্ত ঘোষ। শুরু থেকেই প্রচারকে হাতিয়ার করে আদা জল খেয়ে মাঠে নামেন সায়নী। মাঠে নেমেই 'বহিরাগত' তকমার সম্মুখীন হন। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে কার্যত ঝড় ঝাপটাকে সঙ্গী করে প্রচার সেরেছেন তৃণমূলের এই তারকা প্রার্থী।