মাথায় রিভলবার ঠেকিয়ে ট্রেনিং! বিস্ফোরক অভিযোগ র্যাফ প্রশিক্ষণপ্রাপ্তদের
রংরুটদের দাবি, তাঁদের ট্রেনিং শেষ হয়ে গেছে একমাস আগেই। কিন্তু নানা অছিলায় ছাড়া হয়নি। রবিবার সন্ধেয় মদ্যপ অবস্থায় রংরুটদের ওপর ফের চড়াও হন রিজার্ভ ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী।
![মাথায় রিভলবার ঠেকিয়ে ট্রেনিং! বিস্ফোরক অভিযোগ র্যাফ প্রশিক্ষণপ্রাপ্তদের মাথায় রিভলবার ঠেকিয়ে ট্রেনিং! বিস্ফোরক অভিযোগ র্যাফ প্রশিক্ষণপ্রাপ্তদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/16/117501-ri.jpg)
নিজস্ব প্রতিবেদন: ট্রেনিংয়ের নামে র্যাগিং। শারীরিক ও মানসিক নির্যাতন। মাথায় রিভলভার ঠেকিয়ে রাতে ট্রেনিং করতে বাধ্য করা হচ্ছে। প্রতিবাদ করলে খুনের হুমকিও জুটছে। অভিযোগ সবই ঘটছে শিলিগুড়িতে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের ট্রেনিং ক্যাম্পে।
আরও পড়ুন: ব্যস্ত সময়ে পার্কস্ট্রিটে বড় বিপত্তি, দীর্ঘ যানজট
রংরুটদের দাবি, তাঁদের ট্রেনিং শেষ হয়ে গেছে একমাস আগেই। কিন্তু নানা অছিলায় ছাড়া হয়নি। রবিবার সন্ধেয় মদ্যপ অবস্থায় রংরুটদের ওপর ফের চড়াও হন রিজার্ভ ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী। মাথায় রিভলবার ঠেকিয়ে বলা হয় ট্রেনিং করতে। প্রতিবাদ করেছিল যারা, তাদের কারও মুখ কারও নাক ফাটিয়ে দেওয়া হয়। সকলে ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ঘটনার পর ব্যারাকে এনজিপি থানার পুলিস গেলেও ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবাদে অবস্থানে বসে রংরুটরা। তখন উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দেন।