Hooghly: পঞ্চায়েত ভোটের আগে দুয়ারে পুলিস! হতবাক গ্রামবাসীরা

'তৃণমূল এতটাই দুর্নীতি করে ফেলেছে যে, মানুষের কাছে পৌঁছতে পারছে না, পুলিসকে পাঠাচ্ছে', কটাক্ষ বিজেপির।

Updated By: Feb 10, 2023, 11:26 PM IST
Hooghly: পঞ্চায়েত ভোটের আগে দুয়ারে পুলিস! হতবাক গ্রামবাসীরা

বিধান সরকার: পঞ্চায়েত ভোটের আগে দুয়ারে পুলিস! স্থানীয় বাসিন্দারা যখন হতবাক, তখন তৃণমূলের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের অভিযোগ তুলল বিজেপি। ঘটনাস্থল হুগলির পোলবা।

ঘটনাটি ঠিক কী? এদিন বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়ান পোলবা থানার ওসি অরূপ কুমার মণ্ডল। সঙ্গে অন্যন্য পুলিসকর্মীরাও। রাস্তাঘাট, পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক আছে কিনা, গ্রামবাসীদের কাছে তা জানতে চান তাঁরা। প্রশ্ন করেন, 'বিডিও অফিস বা থানায় গেলে যথাযথ ব্যবহার পান? আপনাদের কথা শোনা হয়'? এমনকী, সমস্যার শোনার পর সমাধানেরও আশ্বাস দেন!  স্থানীয় বীরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা রাজকুমার সাঁতরা বলেন, 'এটা দেখে ভালো লাগছে যে এই প্রথম কোন প্রশাসনের লোক এলাকায় এসে মানুষের খবর নিচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি, এখানে রাস্তায় পিচ হলে ভালো হয়। নদীর সেতুটা চওড়া হলে ভালো হয় । ওনারা আশ্বাস দিয়েছেন বিষয়টা সমাধানের জন্য'।

আরও পড়ুন: Suvendu Adhikari: ডিএম-এসপিকে কাজে লাগিয়ে বিজেপি বিধায়ককে দলবদল করিয়েছে তৃণমূল, গুরুতর অভিযোগ শুভেন্দুর

এই ঘটনাকে অবশ্য একেবারেই ভালো চোখে দেখছে না বিরোধীরা। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুরেশ সাউয়ের অভিযোগ, 'তৃণমূল এতটাই দুর্নীতি করে ফেলেছে যে, মানুষের কাছে পৌঁছতে পারছে না, পুলিসকে পাঠাচ্ছে। সাধারণ মানুষকে ওরা ভয় দেখানোর চেষ্টা করছে'। স্থানীয় তৃণমূল নেতা মনোজ চক্রবর্তীর দাবি, 'পুলিশকে মানুষের সাথে মিশে কাজ করতে হবে একথা মুখ্যমন্ত্রী আগেই বলেছেন'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.