জল জমা নিয়ে বিক্ষোভ, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় একমাস ধরে জলমগ্ন এলাকা। পুর চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি।
![জল জমা নিয়ে বিক্ষোভ, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি জল জমা নিয়ে বিক্ষোভ, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/11/127773-sonarpur.jpg)
নিজস্ব প্রতিবেদন: জমা জল নিয়ে বাসিন্দাদের বিক্ষোভ। আর তা সামাল দিতে গিয়েই জনরোষের মুখে পুলিস। পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হল ইট। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করল পুলিস। জনতার ছোঁড়া ইটে আহত হয়েছেন তিন পুলিসকর্মী। মঙ্গলবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে সোনারপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডে।
আরও পড়ুন: নৌকার ভিতরে উঁকি দিতেই পুলিসের শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত!
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় একমাস ধরে জলমগ্ন এলাকা। পুর চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই পথে নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা। পুলিস পৌছে বারবার অবরোধ তোলার কথা বললেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে এনএসসি বোস রোডের বড় একটা অংশ। তিন ঘণ্টা অবরোধ চলার পর লাঠিচার্জ শুরু করে পুলিস। গন্ডগোলে আহত হয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দাও। আহত তিন পুলিসকর্মীকে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।