শহরে ফের বেটিং চক্রের হদিশ, ধৃত ৪
শহরে বেটিং চক্রের হদিশ। বাগুইআটির হলদিরামের কাছে একটি সরকারি আবাসন থেকে ৪জনকে গ্রেফতার করেছে পুলিস।
Updated By: Apr 24, 2019, 12:06 PM IST
![শহরে ফের বেটিং চক্রের হদিশ, ধৃত ৪ শহরে ফের বেটিং চক্রের হদিশ, ধৃত ৪](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/24/188663-betting.jpg)
নিজস্ব প্রতিবেদন: শহরে বেটিং চক্রের হদিশ। বাগুইআটির হলদিরামের কাছে একটি সরকারি আবাসন থেকে ৪জনকে গ্রেফতার করেছে পুলিস।
মঙ্গলবার রাতে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বাগুইআটি থানার পুলিস মোবাইলের সূত্র ধরে এই চক্রের হদিশ পায়। আইপিএলের ম্যাচ চেন্নাই এবং সানরাইজ হায়দরাবাদ ম্যাচের বেটিং চলাকালীন গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।
আজ বঙ্গে ফের মোদী-মমতা দ্বৈরথ, চড়ছে পারদ
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫ থেকে ৩০ টি মোবাইল, বেশ কয়েকটি ল্যাপটপ এবং একটি অত্যাধুনিক মেশিন যার মাধ্যমে অনলাইনে বেটিং চক্র চালাত। ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে