Petrol Diesel Price: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ SUCI-এর
প্রতিবাদ সপ্তাহ পালন হচ্ছিল জলপাইগুড়িতেও।
![Petrol Diesel Price: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ SUCI-এর Petrol Diesel Price: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ SUCI-এর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/07/331238-mo-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ হল জলপাইগুড়িতে।
আজ, বুধবার পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ির (Jalpaiguri) কদমতলা মোড়ে মোদির কুশপুত্তলিকা দাহ করল এসইউসিআই।
আরও পড়ুন: ভেঙে গেল নদীবাঁধ, ক্ষতি চা-বাগান এবং কৃষিজমির
বেশ কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে। বুধবার পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকার বেশি হয়েছে। এই দাম বৃদ্ধিতে জেলা জুড়েই চলছে প্রতিবাদ। প্রতিবাদ সপ্তাহ পালন হচ্ছিল জলপাইগুড়িতেও। সেই প্রতিবাদ সপ্তাহের শেষ কর্মসূচিতেই পথ অবরোধে শামিল হল SUCI(c)। এ দিন জলপাইগুড়ি SUCI(c) দলের পক্ষ থেকে কদমতলা মোড়ে পথ অবরোধ করা হয়। পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: মিড ডে মিলের সঙ্গে আরও কিছু 'উপহারে'র ব্যবস্থা করল জলপাইগুড়ির স্কুল