Dinhata: 'অনলাইন পরীক্ষায় স্টারে গর্বের কিছু নেই', Udayan Guha-কে কটাক্ষ Nisith-এর

১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে দিনহাটায় জয়ী হয়েছেন উদয়ন গুহ। 

Updated By: Nov 6, 2021, 05:54 PM IST
Dinhata: 'অনলাইন পরীক্ষায় স্টারে গর্বের কিছু নেই', Udayan Guha-কে কটাক্ষ Nisith-এর

নিজস্ব প্রতিবেদন : দিনহাটা উপর্নিবাচনে বিজেপির ভরাডুবি হয়েছে।  বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। কিন্তু তাই বলে দমে যাওয়ার পাত্র নন নিশীথ প্রামাণিক। উপনির্বাচনে উদয়ন গুহর জিতকে কটাক্ষ করলেন নিশীথ প্রামাণিক।

আজ কোচবিহার জেলা বিজেপি দফতরে ভাইফোঁটা নিতে আসেন নিশীথ প্রামাণিক। সেখানেই উদয়ন গুহের জয়কে কটাক্ষ করে তিনি বলেন, "ক্লাস টেস্টে কোনও ছাত্র ফেল করার পর, ভার্চুয়াল পরীক্ষায় মানে অনলাইন পরীক্ষায় যদি সেই ছাত্র-ই স্টার পায় বা ফার্স্ট ডিভিশন পায়, তা নিয়ে গর্ব করার কিছু নেই। বড় বড় কথা বলারও কিছু নেই।" একইসঙ্গে নিশীথ প্রামাণিক তোপ দাগেন যে, "পশ্চিমবঙ্গে যেভাবে সন্ত্রাস চলছে, যেভাবে ভোট পরবর্তী হিংসা চলছে, তা নিয়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত।" 

তিনি দাবি করেন, "তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের ফলে যে ভোট ব্যবধান তৈরি করেছে, তাতে সাধারণ মানুষ-ই নয়, শাসকদলের বহু বর্ষীয়ান নেতা-ই শঙ্কিত। তাঁরা অশনিসঙ্কেত দেখতে পাচ্ছেন! দেখতে পাচ্ছেন যে, পশ্চিমবঙ্গের রাজনীতিকে কীভাবে গলা টিপে হত্যা করা হচ্ছে!"

প্রসঙ্গত, দিনহাটা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে দিনহাটায় জয়ী হয়েছেন উদয়ন গুহ। আরও পড়ুন, Joy Banerjee: দল ছাড়ছেন জয় ব্যানার্জি, মোদীকে চিঠি লিখে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.