'বয়স কম, সংশোধনের সুযোগ', আইনজীবী রজত দে খুনে স্ত্রী অনিন্দিতার যাবজ্জীবন কারাদণ্ড
নিউটাউনের আইনজীবী রজত দে খুনে যাবজ্জীবন কারাদণ্ড হল তাঁর স্ত্রী অনিন্দিতার। বুধবার বারাসত আদালতে সাজা ঘোষণা হয়।
!['বয়স কম, সংশোধনের সুযোগ', আইনজীবী রজত দে খুনে স্ত্রী অনিন্দিতার যাবজ্জীবন কারাদণ্ড 'বয়স কম, সংশোধনের সুযোগ', আইনজীবী রজত দে খুনে স্ত্রী অনিন্দিতার যাবজ্জীবন কারাদণ্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/16/275392-rajat2.png)
নিজস্ব প্রতিবেদন: দেড় বছর পর অবশেষে বিচার। নিউটাউনের আইনজীবী রজত দে খুনে যাবজ্জীবন কারাদণ্ড হল তাঁর স্ত্রী অনিন্দিতার। বুধবার বারাসত আদালতে সাজা ঘোষণা হয়। সঙ্গে দশ হাজার হাজার জরিমানা অনাদায়ে ছ’মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। বিচারক জানিয়েছেন, অনিন্দিতার বয়স কম, তাই সংশোধনের সুযোগ রয়েছে।
২০১৮ সালের নভেম্বরে নিউটাউনের ফ্ল্যাটে খুন হন আইনজীবী রজত দে। পুলিসি তদন্তে ফাঁস ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ।
মামলাকে ভুল পথে পরিচালিত করার জন্য আদালতে তিরস্কারের মুখে পড়েন মামলার তদন্তকারী অফিসার। এদিকে সোমবার দোষী সাব্যস্ত পরেই কান্নায় ভেঙে পড়েন রজত দে-র স্ত্রী অনিন্দিতা।
রজত দে খুনের মামলায় আজ সাজা ঘোষণা, এজলাসে কান্না, বাইরে স্লোগান স্ত্রী অনিন্দিতার ফাঁসি
২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটের ভেতর থেকে আইনজীবী রজত দে-র দেহ উদ্ধার হয় । সরকারি হাসপাতলে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই খুনের অভিযোগে মামলা দায়ের হয়। বিধাননগর পুলিস তদন্ত শুরু করে। এমনকি ওই বছরেই ডিসেম্বর মাসে রজত দে-র স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিস। বারাসত কোর্টে মামলা শুরু হয়। মামলার তদন্তে একাধিক রহস্য উঠে আসে। পুলিসের দাবি করে, তদন্তের সময় অনিন্দিতার বয়ানে অসঙ্গতি ছিল। পরে খুনের কথা কবুল করে।