ছেলের চড়, অপমানে আত্মঘাতী বাবা
বৃহস্পতিবার এমনই আশান্তি শুরু হলে বাবাকে চড় কষান রাজু বাবু। এর পরই বিষ খান বিজয় বাবু। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।
![ছেলের চড়, অপমানে আত্মঘাতী বাবা ছেলের চড়, অপমানে আত্মঘাতী বাবা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/29/103769-poi2413.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিবাহবর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অপমানে বিষ খেয়ে আত্মঘাতী বাবা। নদিয়ার ধানতলার ঘটনা।
মৃতের নাম বিজয় দত্ত। যদিও ছেলে রাজু দত্তের দাবি ক্যানসারে আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন বাবা। যদিও এলাকাবাসীর দাবি, ছেলের মারধরে অপমানিত হয়েই আত্মঘাতী হয়েছেন বিজয় দত্ত। স্থানীয়দের দাবি, এক রাজুর বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য পরিবারে মাঝে মাঝেই অশান্তি চরমে পৌঁছত। ছেলের এই আচরণের বিরোধিতায় সরব হয়েছিলেন বিজয়বাবু।
আরও পড়ুন - আসছে নতুন Maruti Suzuki Swift, ফাঁস হল ছবি
বৃহস্পতিবার এমনই আশান্তি শুরু হলে বাবাকে চড় কষান রাজু বাবু। এর পরই বিষ খান বিজয় বাবু। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।