রাজ্যে ক্রমেই জাল বিস্তার করছে Black Fungus, বুধবার একদিনে ৩ নিশ্চিত রোগীর মৃত্যু
বর্তমানে রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫।
![রাজ্যে ক্রমেই জাল বিস্তার করছে Black Fungus, বুধবার একদিনে ৩ নিশ্চিত রোগীর মৃত্যু রাজ্যে ক্রমেই জাল বিস্তার করছে Black Fungus, বুধবার একদিনে ৩ নিশ্চিত রোগীর মৃত্যু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/10/325257-black-fungas.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধীরে ধীরে শিথিল হচ্ছে করোনার প্রকোপ। কিন্তু চিন্তা বাড়চ্ছে মারণ ভাইরাস ব্ল্য়াক ফাঙ্গাস। বুধবার রাজ্যে মিউকরমাইকোসিসে মৃত আরও ৩। উপসর্গ নিয়ে মৃত এক।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, বুধবার রাজ্যে নতুন করে ২ জনের শরীরে নিশ্চিত ভাবে ব্ল্যাক ফাঙ্গাস মিলেছে। আগে যে ৫ জনের শরীরে উপসর্গ ছিল, এদিন তাঁদেরও নিশ্চিত ভাবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলা হয়েছে। বর্তমানে রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জন। পাশাপাশি বুধবার ৬ জন রোগীর শরীরে মিলেছে উপসর্গ। এখন পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসের উপসর্গযুক্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ জন।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন, পুলিস কনস্টেবলকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
আরও পড়ুন: লকডাউনের স্মৃতি, দাঁতনে জাতীয় সড়কের ধারে পড়ে পরিযায়ীদের হাজারখানের বাইক-সাইকেল
এদিন মিউকরমাইকোসিসে আক্রান্ত যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই পুরুষ বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। ফলে রাজ্যে এখনও পর্যন্ত ব্ল্য়াক ফাঙ্গাসে বলি ১১ জন। উপসর্গযুক্ত রোগীর মৃত্যুর সংখ্যা ১৯ জন। মারণ ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যগুলোতে সতর্কতা জারি হয়েছে। মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য কোন কোন ওষুধ, কত পরিমাণে ব্যবহার করতে হবে, তাও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলোকে দিয়েছে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)