করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, নিশ্চিন্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শুক্রবার সকালেই রিপোর্ট হাতে পান সাংসদ।

Updated By: Jun 5, 2020, 04:49 PM IST
করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, নিশ্চিন্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন:  তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এল। শুক্রবার সকালেই রিপোর্ট হাতে পান সাংসদ।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সূত্রে খবর রটতে শুরু করে করোনা আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় আসল বিষয়টি।

খোদ সাংসদই জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে তাঁর বাড়ির এক নিরাপত্তারক্ষীর শরীরে সম্প্রতি করোনার সংক্রমণ ধরা পড়েছে। তারপর থেকেই তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
শ্রীরামপুরের সাংসদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির নিরাপত্তা রক্ষী কোভিড-১৯ আক্রান্ত হন। তাঁকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:মদ্যপ অবস্থায় সমবায় সমিতির অফিসে 'যা তা' কাণ্ড ঘটালেন তৃণমূল নেতা, ভাইরাল 'দাদাগিরি'র ছবি
এর পরেই ১২ জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সকালেই সাংসদ, তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। এখন নিশ্চিন্ত সাংসদের পরিবার।

.