Train Cancel: সপ্তাহ শেষে বাতিল আরও ট্রেন! জেনে নিন, কোন রুটে....

Train Cancel:  যাত্রীদের ভোগান্তির আশঙ্কা।

Updated By: Feb 19, 2025, 08:03 PM IST
Train Cancel: সপ্তাহ শেষে বাতিল আরও ট্রেন! জেনে নিন, কোন রুটে....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেলপথে ভোগান্তি অব্য়াহত। কোথাও রেললাইনে মেরামত করা হবে, তো কোথাও আবার রেল সেতু। চলবে ইন্টারলকিংয়ের কাজও। রক্ষণাবেক্ষণের জন্য বাতিল হল আরও বেশ কয়েকটি দূরপাল্লা ট্রেন।

আরও পড়ুন:  Bird Flu scare: শয়ে শয়ে মরছে বাংলায়! দাম কম বলেই চিকেন চিকেন করবেন না...

আরও ট্রেন বাতিল

--

১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস(২০ ও ২১ ফেব্রুয়ারি)

১২৩১২- হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস(২০ ও ২১ ফেব্রুয়ারি)

২২৩০৮- বিকানির-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস(১৯ ফেব্রুয়ারি)

২২৩০৭- হাওড়া-বিকানির সুপার ফাস্ট এক্সপ্রেস(২১ ফেব্রুয়ারি)

১২৩০৮-- যোধপুর- হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস(২০ ও ২১ ফেব্রুয়ারি) 

১২৩০৭- হাওড়া-যোধপুর সুপার ফাস্ট এক্সপ্রেস(২২ ও ২৩ ফেব্রুয়ারি)

২০৯৭৬- আগ্রা ক্যানটনমেন্ট-হাওড়া চম্বল এক্সপ্রেস(২০ ফেব্রুয়ারি)

১২১৭৭-- হাওড়া-মথুরা জংশন চম্বল এক্সপ্রেস(২১ ফেব্রুয়ারি)

২২৯১১-- ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস(২০ ফেব্রুয়ারি)

২২৯১২- হাওড়া-ইন্ডোর শিপ্রা এক্সপ্রেস(২০ ও ২২ ফেব্রুয়ারি)

২২৪৬৬-  আনন্দবিহার টার্মিনাল-মধুপুর বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস(১৯ ফেব্রুয়ারি)

২২৪৬৫- মধুপুর-আনন্দবিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১৯৪৩৫- আহমেদাবাদ জংশন-আসানসোল উইকলি এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১৯৪৩৬- আসানসোল জংশন-আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি)

এদিকে  পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচি বদলে গিয়েছে। বেশ কয়েকটি ট্রেন আবার দেরিতে ছাড়ছে। বাতিল হয়ে গিয়েছে অনেক ট্রেন। যেমন, হাওড়া-প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস। সোমবার সন্ধে ৭টা ৫৫ মিনিটের বদলে ট্রেনটি হাওড়া ছেড়েছে রাত  ১টা ১৫ মিনিটে। হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস মঙ্গলবার হাওড়া থেকে ছেড়েছে বিকেল সাড়ে তিনটেয়। এটি ছাড়ার কথা ছিল সোমবার ৯টা ৫৫ মিনিটে। সোমবার রাত ১১টার বদলে মঙ্গলবার বিকেল ৫টা ছেড়েছে হাওড়া-গান্ধীনগর গরবা এক্সপ্রেস।

বাতিল হয়ে গিয়েছে ২১ তারিখের সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস,  ২৩ তারিখের এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস,  ১৮  ও ১৯ তারিখের শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, ২১ তারিখের  সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস। 

আরও পড়ুন:  Husband Suicide: 'তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?', স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.