চাঁদার জোরজুলুম, সিমেন্ট দিয়ে দোকানের শাটার আটকে দিল তোলাবাজরা!
সাতটি দোকান থেকে কয়েক হাজার টাকা দাবি করা হয়। দোকান মালিকরা কথা বলে তিন হাজার টাকা দিতে রাজি হন।
![চাঁদার জোরজুলুম, সিমেন্ট দিয়ে দোকানের শাটার আটকে দিল তোলাবাজরা! চাঁদার জোরজুলুম, সিমেন্ট দিয়ে দোকানের শাটার আটকে দিল তোলাবাজরা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/26/149955-ctf1gapu8aauzdc.jpg)
নিজস্ব প্রতিবেদন : দাবি মতো কালীপুজোর চাঁদা দেননি ব্যবসায়ীরা। আর তাই বদলা নিতে সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হল দোকানের শাটার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার পাচ নম্বর ওয়ার্ডের ক্যান্টনমেন্ট নতুনবাজারে।
আরও পড়ুন, "মুসলিম সমাজের নেতা মোদী! দেখাচ্ছেন সঠিক দিশা"
অভিযোগ, বৃহস্পতিবার রাতে পুজোর চাদা চাইতে আসে রবীন্দ্রনগর ওয়েলফেয়ারের সদস্যরা। ক্যান্টনমেন্ট নতুনবাজারে সাতটি দোকান থেকে কয়েক হাজার টাকা দাবি করা হয়। প্রায় ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে পুজো কমিটি। দোকান মালিকরা কথা বলে তিন হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু সেই টাকা নিতে নারাজ সংগঠনের সদস্যরা। দাবি মতো চাঁদা না মেলায় এরপরই নতুনবাজারের ওই ৭টি দোকানের শাটার সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়।
আরও পড়ুন, ৩ মাসের মধ্যেই খুলবে সাঁতরাগাছির নতুন ওভারব্রিজ
শুক্রবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা দেখেন, শাটার সিমেন্ট দিয়ে আটকানো। কোনভাবেই শাটার তুলে দোকান খোলার উপায় নেই। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর এইভাবে জোর করে চাঁদা তোলে রবীন্দ্রনগর ওয়েলফেয়ারের সদস্যরা। এবারও চাঁদা নিয়ে জোরজুলম করছিলেন তাঁরা। দাবি না মানতেই এই ঘটনা। এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। একজনকে আটক করা হয়েছে।