নির্জন গলিতে ধর্ষণের চেষ্টা পঞ্চম শ্রেণির ছাত্রীকে, ধৃত স্থানীয় যুবক
নির্জন গলিতে ধর্ষণের চেষ্টা পঞ্চম শ্রেণির ছাত্রীকে, ধৃত স্থানীয় যুবক
![নির্জন গলিতে ধর্ষণের চেষ্টা পঞ্চম শ্রেণির ছাত্রীকে, ধৃত স্থানীয় যুবক নির্জন গলিতে ধর্ষণের চেষ্টা পঞ্চম শ্রেণির ছাত্রীকে, ধৃত স্থানীয় যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/30/198999-child-rape.jpg)
নিজস্ব প্রতিবেদন: নাবালিকাকে যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অপরাধে গ্রেফতার এক যুবক। অভিযুক্তের নাম দীপক জানা। বাগুইহাটি থানা এলাকাযর রঘুনাথপুর উত্তর পাড়াযর ঘটনা। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ কোচিং ক্লাস সেরে ফিরছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী।
আরও পড়ুন: পাশে পড়ে চটি-জামা, জামুড়িয়ার জঙ্গলে উদ্ধার নরকঙ্কাল
সেই সময়েই দীপক জানা নামে স্থানীয় ওই যুবক নাবালিকাকে জোর করে একটি নির্জন গলিতে নিয়ে যায়। শ্লিলতানিরও চেষ্টা করে। এরপর নাবালিকার চিৎকারে এলাকার লোকজন চলে আসে সেখানে। পালিয়ে যায় দীপক জানা। গতকাল রাতে দীপক জানাকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিস। তাঁর বিরুদ্ধে প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্স ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। সোমবার তাঁকেবারাসত আদালতে তোলা হবে।