আগুনে পুড়ে ছাই বালি শ্মশান লাগোয়া কাঠের গুদাম
একদিকে যখন গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই পূর্বস্থলীর দাস পাড়া ও মুসলিম পাড়া, তখন ভয়াবহ আগুনের খবর আর এক জায়গায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বালি শ্মশান লাগোয়া কাঠের গুদাম ।
![আগুনে পুড়ে ছাই বালি শ্মশান লাগোয়া কাঠের গুদাম আগুনে পুড়ে ছাই বালি শ্মশান লাগোয়া কাঠের গুদাম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/06/111639-bally-6-3-18.jpg)
নিজস্ব প্রতিবেদন: একদিকে যখন গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই পূর্বস্থলীর দাস পাড়া ও মুসলিম পাড়া, তখন ভয়াবহ আগুনের খবর আর এক জায়গায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বালি শ্মশান লাগোয়া কাঠের গুদাম ।
আরও পড়ুন : গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুই পাড়া
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন পৌছায়। কিন্তু ততক্ষণে গুদাম প্রায় সম্পূর্ণ ভষ্মীভূত । তবে, দমকল পৌছানোয় আগুন আরও ছড়িয়ে পড়তে পারেনি। কাঠের গুদামের পাশেই বালি পুরসভা ভবন। বিধ্বংসী আগুনে পুরসভা ভবনেরও ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু কীভাবে এই আগুন লাগল? তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : ঘাটালের ইরপালাতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত দশ