যাত্রীবোঝাই মারুতি সোজা খালে! সরস্বতী পুজোর দিন বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা

এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Jan 29, 2020, 03:46 PM IST
যাত্রীবোঝাই মারুতি সোজা খালে! সরস্বতী পুজোর দিন বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদন : সরস্বতী পুজোর দিন বাসন্তী হাইওয়েতে বড় দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে অবস্থিত খালে পড়ে গেল একটি সবুজ রঙের মারুতি গাড়ি (Maruti)। গাড়িতে মোট ৫ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। দুর্ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে ব্যাহত যান চলাচল।

জানা গিয়েছে,  দুপুর একটা। WB02L5543 নম্বরের বুজ মারুতি গাড়িটি বাসন্তী হাইওয়ে ধরে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। মালঞ্চ থেকে গাড়িটি যাচ্ছিল সায়েন্স সিটির দিকে। আচমকাই পশ্চিম চৌবাগার কাছে রাস্তায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামে প্রগতি ময়দান থানার পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল। আটকে থাকা যাত্রীদের উদ্ধারে নামেন ডুবুরিরা। একইসঙ্গে দুটি ট্রেকারকে হাইওয়ের উপর 'অ্যাঙ্কর' হিসেবে দাঁড় করিয়ে জল থেকে তোলার চেষ্টা হচ্ছে মারুতিটিকে। কিন্তু নরম মাটি। তাই উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুন, চারতলা বাড়ির সমান উঁচু সরস্বতী! ৪১ ফিটের প্রতিমা গড়ে রেকর্ড গড়ল বসিরহাটের কাঁকড়া

স্থানীয়দের দাবি, বেলাগাম গতির জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে এই বাসন্তী হাইওয়েতে। একদিকে সুন্দরবন, অন্যদিকে বসিরহাটের সঙ্গে সংযোগ রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই বাসন্তী হাইওয়ে। কিন্তু, দ্রুত গতির জেরে এই হাইওয়ের উপর দুর্ঘটনা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কুয়াশার মধ্যে দিয়েও বেলাগাম গতিতে ছুটতে থাকে গাড়িগুলি। যার ফলে বিপদ ডেকে আনে। 

.