পাশেই চলছে পুজো, ভাইফোঁটার সন্ধেয় কুপিয়ে খুন বহরমপুরে
যে জায়গায় মোজেমকে খুন করা হয় তার পাশেই চলছিল কালীপুজো। কিন্তু এতবড় ঘটনা কেউই টের পায়নি
![পাশেই চলছে পুজো, ভাইফোঁটার সন্ধেয় কুপিয়ে খুন বহরমপুরে পাশেই চলছে পুজো, ভাইফোঁটার সন্ধেয় কুপিয়ে খুন বহরমপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/16/288930-7.gif)
নিজস্ব প্রতিবেদন: ভাইফোঁটার সন্ধেয় বহরমপুরে নৃশংস ভাবে খুন হলেন এক ব্যক্তি। বহরমপুরের তারকপুরের ঘটনা। এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-বাংলার ঘরের বউ-ই আজ পড়শি বিহারের উপমুখ্যমন্ত্রী, অবসর পেলেই আসেন শ্বশুরবাড়িতে
বিভিন্ন সময়ে যা কাজ পেতেন সেটাই করতেন মোজেম শেখ(৫০) নামে ওই ব্যক্তি। সম্প্রতি বাসে কন্ডাক্টরির কাজ করতেন বলে জানা গিয়েছে। সোমবার সন্ধেয় তারকপুরের একটি জায়গায় তাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। কেন খুন তা নিয়ে অন্ধকারে পুলিস। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন-কেন বঞ্চিত হব স্মরণে? এখনও সইতে হবে বঙ্গজনের প্রতি বাকি-ভারতের তির্যকতা!
যে জায়গায় মোজেমকে খুন করা হয় তার পাশেই চলছিল কালীপুজো। কিন্তু এতবড় ঘটনা কেউই টের পায়নি। একটি ঝোপ থেকে ক্ষতবিক্ষত মোজেমের দেহ উদ্ধার করে পুলিস। ঘটনাস্থল থেকে মদের ভাঙা বোতল উদ্ধার করেছে পুলিস।