Daspur Accident: বুক ফুঁড়ে বেরিয়ে গেল বাঁশ, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর
বাঁশের ছুঁচাল ডগা নিতাই মাইতির বুক ভেদ করে ঢুকে যায়। বাইক নিয়ে পড়ে যান তিনি। বাইকে থাকা অন্য একজন গুরুতর আহত হন
![Daspur Accident: বুক ফুঁড়ে বেরিয়ে গেল বাঁশ, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর Daspur Accident: বুক ফুঁড়ে বেরিয়ে গেল বাঁশ, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/20/382937-01.jpg)
চম্পক দত্ত: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রাস্তার পাশেই তৈরি হচ্ছিল একটি বাড়ি। সেই বাড়ি তৈরির জন্য খাড়া করা হচ্ছিল বাঁশের খাঁচা। বুধবার সকালে সেই বাঁশ আনছিলেন নির্মাণকর্মীরা। তখনই ঘটে যায় ওই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের রামগড়ে রাজ্য সড়কের পাশে বাড়ি তৈরি করছিলেন এলাকার বাসিন্দা অসিত মাঝি। বুধবার সেই নির্মাণের জন্য বাঁশ আনছিলেন কর্মীরা। রাস্তা থেকে সেই বাঁশ ঘুরিয়ে তোলা হচ্ছিল বাড়িতে। সেই সময় রাজ্যসড়ক ধরে বাইক চালিয়ে এসে পড়েন ডেবরার বাসিন্দা নিতাই মাইতি।
বাইক নিয়ে নিতাই মাইতি এসে ধাক্কা দেন একটি বাঁশে ডগায়। গতি থাকার কারণে তিনি সামলানোর সময় পাননি। বাঁশের ছুঁচাল ডগা নিতাই মাইতির বুক ভেদ করে ঢুকে যায়। বাইক নিয়ে পড়ে যান তিনি। বাইকে থাকা অন্য একজন গুরুতর আহত হন। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দাসপুর থানার পুলিস।
আরও পড়ুন-কটা বাচ্চা হবে আপনার? মঙ্গলের তুলনা টেনে দারুণ উত্তর এলন মাস্কের