পটকা বোমার আড়ালে বিস্ফোরক! মানিকচক বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার

ভয়াবহ সেই বিস্ফোরণকাণ্ডে ২ জনের মৃত্যু হয়।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 24, 2020, 03:36 PM IST
পটকা বোমার আড়ালে বিস্ফোরক! মানিকচক বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : মালদা মানিকচক বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার। একদিকে মুর্শিদাবাদের ভূমিপুত্র ৯ আল-কায়দা জঙ্গি গ্রেফতারের ঘটনায় সারা রাজ্য যখন তোলপাড়, তারমধ্যেই মালদা মানিকচক বিস্ফোরণকাণ্ডের তদন্তে এল বড়সড় সাফল্য।

চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মালদার মানিকচক। মানিকচকের একটি বাগানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পটকা বোমার আড়ালে বিস্ফোরক তৈরি হচ্ছিল। সেইসময়ই বিস্ফোরণ ঘটে। বোমা তৈরির সময় ফেটে যায় বিস্ফোরক। ভয়াবহ সেই বিস্ফোরণকাণ্ডে ২ জনের মৃত্যু হয়।

এই বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে আগে একজনকে গ্রেফতার করে পুলিস। এবার গ্রেফতার হল মাস্টারমাইন্ড। ধৃতের নাম সিদ্ধার্থ মণ্ডল। উল্লেখ্য, আল-কায়দা জঙ্গি গ্রেফতারের ঘটনায় এনআইএ-র নজরে রয়েছে মালদা জেলাও। ধৃত জঙ্গিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘেঁটে যে তথ্য উঠে এসেছে, তাতে উঠে এসেছে আরও জেলার নাম।

এখন মালদার সেই বিস্ফোরণের সঙ্গেও কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, তার সবটাই তদন্তসাপেক্ষ। তদন্তকারীরা মনে করছেন, ধৃতদের জেরা করলেই উঠে আসবে আসল তথ্য। সবদিক খতিয়ে দেখে তদন্ত করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন, অসাংবিধানিক ভাবে পাস কৃষি বিল; সই করবেন না, রাষ্ট্রপতির কাছে দরবার বিরোধীদের

.