সারদার ৩ কোটি নিয়েছিলেন হিমন্ত, ভোট কিনতে টাকা ছড়াচ্ছেন, বিস্ফোরক মমতা
২০১৬ সালে অসমে বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা।
![সারদার ৩ কোটি নিয়েছিলেন হিমন্ত, ভোট কিনতে টাকা ছড়াচ্ছেন, বিস্ফোরক মমতা সারদার ৩ কোটি নিয়েছিলেন হিমন্ত, ভোট কিনতে টাকা ছড়াচ্ছেন, বিস্ফোরক মমতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/12/192185-mamatahinmanta.jpg)
নিজস্ব প্রতিবেদন: অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে টাকা বিলিয়ে ভোট কেনার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসন্তীর জনসভায় তৃণমূল নেত্রী অভিযোগ করেন, তাজবেঙ্গলে থাকছেন। দক্ষিণ ২৪ পরগনায় কোটি কোটি টাকা নিয়ে ঘুরছেন। হিমন্ত বিশ্বশর্মা সারদা কেলেঙ্কারিতে জড়িত বলেও দাবি করেন মমতা।
এদিন বাসন্তীর সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বলেন, ''মথুরাপুরের প্রতিটা জায়গায় ঢুকছে। মন্দিরবাজার, বাসন্তী, গোসাবায় আসছে হিমন্ত বিশ্বশর্মা। কলকাতার তাজবেঙ্গলে থাকছেন। সুদীপ্ত সেন নিজে চিঠিতে লিখে বলেছে, ওকে ৩ কোটি টাকা দিয়েছে। সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারছে না। তাজবেঙ্গলে রেখে গিয়েছে''।
হিমন্ত বিশ্বশর্মা টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, ''দক্ষিণ ২৪ পরগনায় কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে। আয়লায় যখন ভেসে গিয়েছিল, তখন কোথায় ছিল? কোথায় থাকে যখন স্কুল থাকে না, কলেজ থাকে না? জল না থাকে? বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকছে। টাকা নিয়ে ঘুরছে''।
বিজেপি নেতা টাকা না নেওয়ার জন্য সতর্কও করেন মমতা। বলেন, ওই টাকা পাপের টাকা। ওই টাকা নিয়ে গোল্লায় যাবেন। ওদের টাকা স্পর্শ করবেন না। পাপ মেশানো আছে। অনেক লোকের কান্না আছে। অনেক লোকের চোখের জল আছে''।
২০১৬ সালে অসমে বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা। অসমে প্রথমবার বিজেপি সরকারের নেপথ্যে অন্যতম কারিগর তিনি। উত্তর-পূর্ব ভারতে বিজেপি জোটের নেতৃত্বও দেন হিমন্ত। সারদা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছিল।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে অনুমতি দিয়ে ডিলিট, গাড়ি বাজেয়াপ্ত হওয়ার পর অভিযোগ ভারতীর