আগের দুই দফা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় দফায় মোতায়েন বাহিনী: কমিশনের পর্যবেক্ষক

আগামি দিনে দিল্লিতে গিয়ে আরও বাহিনীর সংস্থানের আশ্বাসও দেন বিবেক দুবে।

Updated By: Apr 21, 2019, 09:30 PM IST
আগের দুই দফা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় দফায় মোতায়েন বাহিনী: কমিশনের পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদন: প্রথম দুই দফা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় দফায় ভোট করানো হবে বলে জানালেন নির্বাচন কমিশনের পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। বালুরঘাটের সার্কিট হাউসে একান্ত আলাপচারিতায় জি ২৪ ঘণ্টা ডিজিটালকে বিবেক দুবে বলেন,''দেশের ৯০ কোটি ভোটারের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করাই কমিশনের উদ্দেশ্য''।     

বিবেক দুবের কথায়, ''প্রথম দফায় কিছু কিছু জায়গায় গাফিলতি ছিল, ওই অভিজ্ঞতা থেকেই এবার বেশি করে বাহিনী রাখা হচ্ছে''। আগামিকাল অর্থাত্ সোমবার বালুরঘাট সার্কিট হাউসে জেলাশাসক, পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিবেক দুব। কোথায় কোথায় বাহিনী রাখা হবে, বিস্তারিত আধা সেনার কাছে জানতে চেয়েছেন তিনি।  

আগামি দিনে দিল্লিতে গিয়ে আরও বাহিনীর সংস্থানের আশ্বাসও দেন বিবেক দুবে। শুধু বুথে নয় বুথের বাইরে থাকছে কমিশনের কুইক রেসপন্স টিম। অভিযোগ পাওয়া মাত্রই কাজে নামবে তারা।

তৃতীয় দফায় থাকবে ৩২৪ কোম্পানি আধা সেনা। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর থাকবে ৫০ কোম্পানি। মালদহের ১০৬ কোম্পানি থাকবে অন্তত ৯২% বুথের নিরাপত্তায়। মুর্শিদাবাদের ৯৬.৪% বুথের নিরাপত্তায় থাকবে ১৪০ কোম্পানি বাহিনী। নদিয়া থাকবে ১০ কোম্পানি বাহিনী। কার্যত ১০০ শতাংশ বুথেই থাকবে আধা সেনা। 

আরও পড়ুন- শুভ্রাংশু আসছেন? সে তো মমতাও লাইন দিয়ে আছেন, জবাব মুকুলের

শনিবারই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার সঙ্গে ১০ বছর আগের বিহারের তুলনা করেন রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। বলেন, ,'' ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলাম, সেটাই এখন পশ্চিমবঙ্গে ঘটছে। সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়''।

 

.