West Bengal News LIVE Update: ছোটো গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! আহত ৪...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর...

Last Updated: Saturday, February 15, 2025 - 09:39
West Bengal News LIVE Update: ছোটো গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! আহত ৪...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

15 February 2025, 09:45 AM

স্কুল বিল্ডিংয়ের অবস্থা বেহাল । প্রতিনিয়ত ছাদের উপর থেকে খসে পড়ছে বড়ো বড়ো চাঙ্গড় । বাধ্য হয়েই বিদ্যালয়ের একমাত্র ক্লাসরুম তালাবন্ধ রেখে খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে পঠনপাঠন চালিয়ে আসছেন শিক্ষক শিক্ষিকারা । ঘটনা পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের প্রত্যন্ত উদলবনি প্রাথমিক বিদ্যালয়ের। পাহাড় জঙ্গল ঘেরা আদিবাসী অধ্যুষিত এলাকার উদলবনি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে রয়েছে ৪৫ জন ছাত্রছাত্রী ও তিন শিক্ষক শিক্ষিকা । গত প্রায় ১০ বছরের বেশি সময় ধরে এই বিদ্যালয়ের পরিকাঠামো বেহাল অবস্থায় রয়েছে। একটি পাকা বিল্ডিং, সেটির অবস্থা ভগ্নপ্রায়। বিদ্যালয়ে বাউন্ডারি দেওয়ালও ভেঙে পড়েছে বহু আগেই। আরেকটি টিনের ছাউনি দেওয়া বিল্ডিংএ চলে মিডডেমিলের রান্না । শীত, গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই চরম সমস্যায় পড়েন শিক্ষক শিক্ষিকারা। 

15 February 2025, 09:45 AM

আমেরিকার কনসাস শহরের বাসিন্দা প্রবাসী এই ভারতীয় দম্পতি র পরিচয়েই আগামী দিনে বড় হবে ষোলো মাসের এই শিশু কন্যা। পদ্ধতি মেনে সা-থেকে সন্তান কে দওক নিলেন তারা।জলপাইগুড়ি র জেলাশাসকের দফতরে  দম্পতির হাতে শিশু কন্যাকে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সা-এর সুপার গৌতম দাস ও জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র। শিশুকন্যার বাবা বলেন, ও আমাদের মাঝে অত্যন্ত আদরে থাকবে৷ প্রশাসনকে ধন্যবাদ। সুপার বলেন, মন খারাপ হলেও শিশুটির ভবিষ্যতের কথা ভেবে ভাল লাগছে।

15 February 2025, 09:30 AM

অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ছোটো গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় আহত চার।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার হরিমন্দির সংলগ্ন একটি ধর্মকাটার সামনে।তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।আহতরা সকলেই মালবাজারের বাসিন্দা।জানা গিয়েছে শুক্রবার রাতে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে ছোটো গাড়িতে করে চারজন মালবাজার ফিরছিলেন।সেই সময় গয়েরকাটার দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সাথে ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।ছোটো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এদিকে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন গুরুতর আহত হয়।ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে এবং ধূপগুড়ি থানায়।ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করে।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে হাজির হয় পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে পুলিশ।আহতরা সকলে মালবাজারের একটি বেসরকারি স্কুলে কর্মরত বলে জানা গিয়েছে।