West Bengal News LIVE Update: বিদ্যাসাগর সেতুর উপর দুর্ঘটনা! পর পর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Last Updated: Tuesday, February 4, 2025 - 13:18
West Bengal News LIVE Update: বিদ্যাসাগর সেতুর উপর দুর্ঘটনা! পর পর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

4 February 2025, 13:15 PM

বাগুইআটি  চিনার পার্কে পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর। বাস চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিস। পুলিস সূত্রে খবর, বাগুইআটি দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল ২১১ রুটের একটি বাস। লোকনাথ মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক পড়ে গেলে তার উপর দিয়েই বাসের চাকা চলে যায়। তড়িঘড়ি পুলিসতাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

4 February 2025, 13:15 PM

ট্যাংরার ধৃত প্রোমোটার রজত লী, বাঘাযতীনের ধৃত প্রোমোটার সুভাষ রায় ও বাঘাযতীনে কাজ করা ধৃত হরিয়ানার লিফটিং কোম্পানির কর্ণধার অভিষেক নাগরার প্রোডাকশন আজ। সিনিয়র মিউনিসিপাল ম্যাজিস্ট্রেট আদালতে এই তিনজনকে তোলা হবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার ভিত্তিতে আর কিছুক্ষণের শুনানি শুরু হবে সিনিয়র মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট রেশমি দাসের এজলাসে। এরমধ্যে বাঘাযতীন কাণ্ডের ধৃত প্রোমোটার সুভাষ রায় কে গত ২৭ তারিখ মিউনিসিপাল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল। সেই সময় আদালত ৪ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এই সময়সীমা আজ শেষ হচ্ছে। আজকে শুনানির পরেই জানা যাবে বাঘাযতীন কাণ্ডে ধৃত প্রোমোটার সহ বাকি দুজনের ক্ষেত্রে কি নির্দেশ দেয় আদালত।

4 February 2025, 12:00 PM

খাস কলকাতায় বাড়িতে ঢুকে গান পয়েন্টে যুবককে অপহরণ। বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনে থেকে যুবককে অপহরণের অভিযোগ। যুবককে গাড়িতে তুলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকা দাবি। হাতেনাতে চার অপহরণকারীকে পাকড়াও পুলিসের। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সঞ্জয় রজক ও তার দলবল ধাপার বাসিন্দা দিলীপ কুমারের বাড়িতে ঢোকে। এরপর বন্দুক দেখিয়ে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণের টাকা নিয়ে হাওড়ায় যেতে বলে। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ কুমার। এরপরই হাতেনাতে অভিযুক্তদের ধরে পুলিস। 

4 February 2025, 12:00 PM

শহরে আবারও পথ দুর্ঘটনা। বিদ্যাসাগর সেতুর উপর দুর্ঘটনা। পর পর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের। ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। ব্রেক ফেল বলে দুর্ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিসের। 

4 February 2025, 12:00 PM

কেএমডি এর তত্ত্বাবধানে কাজ করতে গিয়ে লেদার কমপ্লেক্সে তিন শ্রমিকের মৃত্যুর পর কলকাতা পুরসভার অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে পথে নামছেন পুরকর্মীরা। মিউনিসিপ্যাল কর্পোরেশন ও পৌরসভার অস্থায়ী, ঠিকা শ্রমিকদের প্রতি অবিচার ও বঞ্চনার করা হচ্ছে। এমনই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভের বসতে চলেছে পশ্চিমবঙ্গের পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ। আজ দুপুর বারোটা থেকে কলকাতা পুরসভার মেয়র্স গেটের পাশের রাস্তায় অবস্থান বিক্ষোভ করবেন তারা। অবিচারের প্রতিবাদ সহ পৌরকর্মী ও পেনশনারদের দাবিগুলিও তুলে ধরা হবে। সমস্ত সমস্যার দ্রুত মীমাংসার জন্য অবস্থান বিক্ষোভ শেষে মেয়র তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন দেবেন তারা। অবস্থান শেষে ওইখানে সভার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনাদি সাহু (সাধারণ সম্পাদক, সি আই টি ইউ, পশ্চিমবঙ্গ কমিটি) ও বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী (সাধারণ সম্পাদক, রাজ্য কো-অর্ডিনেশন কমিটি)।

4 February 2025, 10:00 AM

পার্ক সার্কাসে দরগা রোডে দুর্ঘটনা। মহাদেবী বিড়লা স্কুলের সামনে দুর্ঘটনা। নিয়ম ভেঙে রং রুটে পিক আপ ভ্যান। সেই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল বিপরীত দিকের লেন দিয়ে। সঠিক লেন দিয়ে আসা একটি স্কুটারে সজোরে ধাক্কা। স্কুটার চালক রাস্তায় লুটিয়ে পড়েন। পুলিস উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায়। মধ্যবয়সী ব্যক্তি স্কুটি চালকের অবস্থা গুরুতর। পিক আপ ভ্যান আটক করেছে পুলিস। চালক পলাতক। 

4 February 2025, 09:30 AM

ভাগ্নি মোবাইলে কথা বলায় চ্যালা কাঠ দিয়ে মেরে ভাগ্নিকে চিরঘুমে পাঠাল মামা। মামার এই তালিবানি শাসনে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। গুরুতর যখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন নাবালিকার মৃত্যু হল রায়গঞ্জ মেডিকেলে, হাসপাতাল চত্ত্বরেই পুলিসের হাতে আটক অভিযুক্ত মামা। পুলিসের তরফে এখনও এই বিষয়ে কিছু না জানানো হলেও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল কালিয়াগঞ্জ থানা এলাকা। 

4 February 2025, 09:30 AM

সাতসকাল পাতকাটা কলোনি  এলাকায় ঘরে ডুকে বিস্কুটের কৌটা নিয়ে ব্রেকফাস্টে বাঁদরের দল। সরস্বতী পুজো শেষ হতেই পুজোর মন্ডপে হামলা বাদরের দলের, সমস্ত জিনিসপত্র নষ্ট করে খাওয়া দাওয়া তে ব্যস্ত বাঁদর বাহিনীর। আর এতেই অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলেই।

 

4 February 2025, 09:30 AM

মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চাবাগানের ৫৫ নাম্বার সেকশন থেকে একটি চিতাবাঘ এর মৃতদেহ উদ্ধার হয়। এলাকার এক ব্যাক্তি চাবাগানে গরু আনতে গিয়ে চিতাবাঘ মৃতদেহ পড়ে থাকতে দেখে বন দফতরকে খবর দেয়। এরপর মালবাজার বন দফতর মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারায় নিয়ে যায়। ময়না তদন্তের পরই মৃত চিতাবাঘ এর মৃত্যুর কারন জানা যাবে বলে বন দফতর জানিয়েছে।