31 January 2025, 14:00 PM
Mahakumbh 2025: মহাকুম্ভে মৃত্যুমিছিলে বাংলা-যোগ। মালদহের বৈষ্ণবনগরের শিক্ষক অমিয় সাহার মৃত্যু। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। বৈষ্ণবনগরের বীরনগরের বাসিন্দা অমিয় সাহা। কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন অমিয়।
31 January 2025, 14:00 PM
Sandip Ghosh: ফের হাইকোর্টের দ্বারস্থ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শেষের নির্দেশ । নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্টে সন্দীপ ঘোষ । সেই সময়সীমা বাড়ানোর আর্জি সন্দীপ ঘোষের । স্বল্প সময়ে বিপুল নথি দেখা সম্ভব নয়, দাবি সন্দীপের আইনজীবীর।
31 January 2025, 13:15 PM
Nadia: কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক থেকে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমানার নিকটবর্তী ভারতীয়রা জানালেন।বিএসএফ যথেষ্ট সহযোগিতা করেন,নিরাপত্তা কড়া রয়েছে, তবে তারকাটার ওপারে ভারতীয় জমিতে চাষীরা চাষ করতে গিয়ে খুব সমস্যায় পড়েন,বাংলাদেশিরা অত্যাচার করে,জমির ফসল চুরি করে,বিএসএফ কে জানালে বিএসএফ যায়,তবে তখন তারা পালায়। এই চিত্র নদিয়ার তেহট্ট মহকুমার নাটনা এলাকায় নবীরনগর নামে গ্রাম রয়েছে,সেই গ্রামের মানুষ আন্তর্জাতিক সীমানার বাসিন্দারা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কেও উদ্বেগ,কেও বলেন ঠিক আছে তবে আতংক ছাড়ছে না তাদের।
31 January 2025, 13:15 PM
Jyotipriya Mallick: জেলমুক্তির পর ফের স্বমহিমায় সংগঠনের কাজে জ্যোতিপ্রিয়? জ্যোতিপ্রিয়র সংগঠনের কাজে ফেরায় সিলমোহর নেত্রীর: সূত্র। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর। ১০ ফেব্রুয়ারি বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের বৈঠকে ডাক জ্যোতিপ্রিয়কেও। প্রায় ১৪ মাস পর মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন জ্যোতিপ্রিয়। বৈঠকে জ্যোতিপ্রিয়কে কী নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী?
31 January 2025, 09:15 AM
Purulia: হাসপাতালের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর । পুরুলিয়ার বোরো থানার ডাঙরডি এলাকায় মানবাজার-বান্দোয়ান ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, আশপাশে কোন স্বাস্থ্যকেন্দ্র না থাকায় হাসপাতালের জন্য জমি দান করেছিলেন গ্রামবাসীরা । তবুও তৈরি হয়নি হাসপাতাল। ছোটখাটো চিকিৎসার জন্য যেতে হয় কয়েক কিমি দূরে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, নাহয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । সমস্যায় পড়েন গ্রামবাসীরা। এরই কারণে হাসপাতাল তৈরির দাবি জানিয়ে এদিন সকাল থেকে অবরোধে সামিল এলাকাবাসীরা। এর জেরে রাস্তায় আটকে পড়েছে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস।
31 January 2025, 09:15 AM
Howrah Incident: বাঁকড়া মন্ডল পাড়ায় চেয়ার তৈরীর কারখানায় খুন। জানা গেছে ভিন রাজ্য থেকে দুজন এখানে এসেছিলো কাজ করতে। এখানেই থাকত তারা। গতরাতে দুজনের মধ্যে বচসা হয়। একজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়।অভিযুক্ত জখম হয়েছে তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে ডোমজুর থানা ও বাঁকরা তদন্তকেন্দ্রের পুলিস।