ভদ্রেশ্বরে গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি, মৃত ৩, নিখোঁজ বহু
গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি। সলিল সমাধি হয়েছে তিনজনের। নিখোঁজ বহু। ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটের ঘটনা।
![ভদ্রেশ্বরে গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি, মৃত ৩, নিখোঁজ বহু ভদ্রেশ্বরে গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি, মৃত ৩, নিখোঁজ বহু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/26/84282-c-u5jehwsaap4-0.jpg)
ওয়েব ডেস্ক : গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি। সলিল সমাধি হয়েছে তিনজনের। নিখোঁজ বহু। ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটের ঘটনা।
আজ বেলা ১১টা নাগাদ নৌকায় ওঠার জন্য জেটিতে দাঁড়িয়েছিলেন প্রায় ৫০-৬০জন। আচমকাই গঙ্গায় জোয়ার আসে। ভেঙে পড়ে জেটির একাংশ। জলে পড়ে যান সকলেই। তড়িঘড়ি পৌছয় বিপর্যয় মোকাবিলা টিম ও দমকল। তিনজনের দেহ উদ্ধার হয়। ১৫জনকে উদ্ধার করে চন্দনগর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও নিখোঁজ বহু। তাদের খোঁজে তল্লাসি চলছে।
দুর্ঘটনার পরই তেলেনিপাড়া পৌঁছন জেলাশাসক, পুলিস সুপার ও অতিরিক্ত জেলা শাসক। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান মন্ত্রী তপন দাশগুপ্ত। গঙ্গার ঘাটে ভিড় নিখোঁজ আত্মীয়ের পরিবার-পরিজনদের। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য। আহতদের ২৫ হাজার করে দেওয়া হবে। তেলেনিপাড়ার ঘাটে স্বজনহারা আত্মীয়দের ভিড়। এদিকে সময় যত গড়াচ্ছে, ততই দানা বাঁধছে ক্ষোভ।
জোরকদমে চলছে উদ্ধার কাজ। কিন্তু, নিখোঁজের সংখ্যা কত, তা নিয়ে এখনও ধন্ধ কাটেনি। এখনও পর্যন্ত সাতজনের নাম পাওয়া গেছে। এঁরা হলেন, শেখ আরমান,দেবাশিস আচার্য,সুজিত সিং,শুভদীপ দাস,শামিম কুরেশি, পারভেজ আলম, সর্বদা সারারিন।
আরও পড়ুন, সিভিক পুলিস মামলায় হাইকোর্টে রাজ্যের স্বস্তি