গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পড়শিদের হাতে আক্রান্ত স্বামী, শ্বশুর, শাশুড়ি
বধূ হত্যার অভিযোগ। শিক্ষা দিতে শাশুড়ির চুল কেটে নিলেন প্রতিবেশীরা। এই ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শ্রীরামপুরের চাতরা এলাকায়। অবশেষে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিস। পড়শিদের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ।
![গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পড়শিদের হাতে আক্রান্ত স্বামী, শ্বশুর, শাশুড়ি গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পড়শিদের হাতে আক্রান্ত স্বামী, শ্বশুর, শাশুড়ি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/07/101448-lgjljljgljflgjfljgl.jpg)
নিজস্ব প্রতিবেদন : বধূ হত্যার অভিযোগ। শিক্ষা দিতে শাশুড়ির চুল কেটে নিলেন প্রতিবেশীরা। এই ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শ্রীরামপুরের চাতরা এলাকায়। অবশেষে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিস। পড়শিদের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ।
বাঁকুড়ার বাসিন্দা বনশ্রীর সঙ্গে বিয়ে হয় শ্রীরামপুরের সৈকত রায়ের। বনশ্রীর পরিজনদের দাবি, দাম্পত্য অশান্তি লেগেই ছিল। অভিযোগ শ্বশুরবাড়ির পক্ষ থেকে গত মঙ্গলবার তাঁদের জানানো হয়, বনশ্রী বিষ খেয়েছেন। মেডিক্যাল কলেজে ভর্তি। বুধবার সকালে বনশ্রীর পরিজনরা এসে দেখেন, মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের। এরপরই শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এদিকে বনশ্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রায় বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা। বেধড়ক মারধর করা হয় মহিলার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে। এমনকি মাথার চুলও কেটে নেওয়া হয় মহিলার শাশুড়ির।
আরও পড়ুন- বৌভাতের পরদিনই বাথরুম থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ
খবর পেয়ে আক্রান্ত তিনজনকে উদ্ধার করে পুলিস নিয়ে যায় শ্রীরামপুর হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।